নয়াদিল্লি: পাকিস্তানে ঢুকে পুলওয়ামার প্রতিশোধ। এবার আকাশপথে প্রত্যাঘ্যাত ভারতীয় বায়ুসেনার। পুলওয়ামার ১২দিন বাদে ১২ বিমানের বদলা। ২১ মিনিটের নিখুঁত অপারেশনে এক হাজার কেজি বোমা বর্ষণ। বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল পুলওয়ামায় হামলাকারী জইশ ই মহম্মদের কন্ট্রোল রুম আলফা থ্রি।সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিন জঙ্গিদের যৌথ প্রশিক্ষণ শিবির।
সূত্রের খবর, পুলওয়ামার প্রতিশোধে ভারতীয় বায়ুসেনা যে এয়ার স্ট্রাইক চালিয়েছে, তাতে ৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে।
এরমধ্যে ৩২৫জন জঙ্গি এবং ২৫জন জইশ কম্যান্ডার। মৃতদের এর মধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের দুই ভাই ও শ্যালক।
এই খবর প্রকাশ্যে আসার পরই ভারতের ক্রিকেট জগতের তারকারা সোশ্যাল মিডিয়ায় দেশের বায়ুসেনার প্রশংসায় পঞ্চমুখ। তাঁরা ভারতীয় বায়ুসেনার সাহসী পদক্ষেপকে কুর্ণিশ করেছেন।
কিংবদন্তী প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর শত্রুপক্ষকে বার্তা দিয়ে বলেছেন, 'আমাদের ভদ্রতাকে কখনই দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়'।



মাস্টার-ব্লাস্টারের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা দেশের সুরক্ষা বাহিনীর বীরত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেছেন।
টুইটারে বীরেন্দ্র সহবাগ লিখেছেন, “ছেলেরা সত্যিই দারুণ খেলেছে।”



গম্ভীর লিখেছেন, 'জয় হিন্দ, আইএএফ'।



যজুবেন্দ্র চহাল লেখেন, ‘ভারতীয় বায়ুসেনা, বহৎ হার্ড, বহৎ হার্ড’। শিখর ধবন লেখেন, ‘আমি বায়ুসেনার ফাইটারদের সাহস ও সময়মতো এই কাজের জন্য সেলাম জানাচ্ছি’। আজিঙ্কা রাহানের ট্যুইট, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে অত্য়ন্ত জরুরি বার্তা দিয়েছে বায়ুসেনা। তোমাদের জন্য আমরা গর্বিত।"



হরভজন সিংহ, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, সুরেশ রায়নাও বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন।