নয়াদিল্লি: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানায় শহিদ সিআরপিএফ জওয়ানদের সম্মানে আরপি-এসজি ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অনুষ্ঠান স্থগিত রাখলেন বিরাট কোহলি। আজ রাতে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

বিরাট কোহলি ফাউন্ডেশন ও আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এই ইন্ডিয়ান স্পোর্টস অনার্স-এর উদ্যোক্তা। এর মাধ্যমে খেলাধুলো ও অ্যাথলেটিক্সে নৈপুণ্য দেখানো ক্রীড়াবিদদের প্রতি বছর পুরস্কৃত করা হয়। এছাড়া সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে উঠে আসা অ্যাথলিটদের স্কলারশিপ দেয় এই ফাউন্ডেশন, যে সব ব্যক্তি বা সংস্থা তৃণমূল স্তরে খেলাধুলোর বিকাশে কাজ করেন, তাঁদেরও সম্মানিত করা হয়।

বিরাট তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছেন, কাল রাতে হতে চলা আরপি-এসজি ইন্ডিয়ান স্পোর্টস অনার্স স্থগিত রাখা হল। শোকের এই প্রগাঢ় মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করা উচিত বলে মনে করলাম আমরা।