পুণে: একটি দলের সবাই ব্যাট করা সত্ত্বেও মাত্র একজন দু অঙ্কের রান করেছেন, এমন ঘটনা ক্রিকেটের ইতিহাসে বিরল। সেটাই আজ ঘটল রাইজিং পুণে সুপারজায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে। পুণের ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবি অধিনায়ক বিরাট করলেন ৫৫। আর কেউ দু অঙ্কের রান করতে পারলেন না। ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান করল আরসিবি। ফলে ৬১ রানে ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেল পুণে। অন্যদিকে, টানা ব্যাটিং ব্যর্থতার ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল আরসিবি।


ঘরের মাঠে এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৫৭ রান করে পুণে। সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। ৪৪ রানে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি। ৩৭ রান করেন রাহুল ত্রিপাঠি। জবাবে ব্যাট করতে নেমে ফের জঘন্য পারফরম্যান্স দেখান এবি ডিভিলিয়ার্স (২), কেদার যাদব (৭), টিম হেডরা (২)। ইমরান তাহির তিনটি এবং লকি ফার্গুসন দুটি উইকেট নেন।