বেঙ্গালুরু: পুণেতে প্রথম টেস্টে ভারতকে বিশাল ব্যবধানে হারালেও, সেই জয়ের স্মৃতি আঁকড়ে ধরে রাখতে নারাজ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর দাবি, পুণের ম্যাচ অতীত। কাল থেকে নতুন ম্যাচ শুরু হচ্ছে। তাঁরা নতুন করে খেলা শুরু করবেন।


পুণে টেস্টের আগে ভারতীয় দল টানা ১৯ টেস্টে অপরাজিত ছিল। সেই অপরাজেয় দৌড় থামিয়ে দিয়েছে স্মিথের দল। তবে অজি অধিনায়ক আত্মতুষ্টির বিষয়ে দলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘গত সপ্তাহে আমরা যা খেলেছি, তার ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। পুণেতে খেলা কঠিন ছিল। সবাই যেভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে, তার প্রশংসা করতেই হবে। তবে এবার আমাদের নতুন করে শুরু করতে হবে। প্রথম বল থেকেই ভাল খেলতে হবে।’

পুণের পিচ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। চিন্নাস্বামীর পিচ সম্পর্কে স্মিথ বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যেমনভাবে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, বল ঘুরছিল, বেঙ্গালুরুতেও সেরকমই হবে বলে মনে করছেন তাঁরা। ভারতীয় দল সেই সিরিজে প্রথম ইনিংসে বড় রান তুলে স্পিনারদের সাহায্যে ম্যাচ জিতেছিল। বেঙ্গালুরুতেও ভারত সেই চেষ্টাই করবে।