কলকাতা: ইডেনে শুরু হাইভোল্টেজ লড়াই৷ টসে জিতে গৌতম গম্ভীরের কলকাতার বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে মহেন্দ্র সিংহ ধোনির সুপারজায়ান্টস্৷ এই মুহূর্তে পুণের রান ৪ ওভারে ২৪ রানে এক উইকেট।
ইডেনে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন৷ কিন্তু, এমন পাহাড়প্রমাণ চাপের মুখোমুখি বোধহয় আর কখনও হননি৷ ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার পাশাপাশি, যাঁর অধিনায়কত্ব নিয়ে ঘরেও উঠতে শুরু করেছে প্রশ্ন৷ তিনি, ধোনি শনিবার ইডেনে গম্ভীর অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে নেমেছেন৷ জঘন্য পারফরমেন্সের নিরিখে এই মরসুমের আইপিএল থেকে আগেই বিদায় নিয়েছে তাঁর পুণে সুপারজায়ান্টস৷ তবু, শনিবার তাঁর কঠিন লড়াই৷ লড়াই নিজেকে প্রমাণ করার৷ কেননা, আগামী মরসুমে এমএসডি-কে অধিনায়কত্ব থেকে সরিয়ে স্টিভ স্মিথের হাতেই দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করছে পুণে টিম ম্যানেজমেন্ট৷
প্রতিপক্ষ অধিনায়কের উপর পাথর হয়ে বসছে স্নায়ুর চাপ, তখন কলকাতা ক্যাপ্টেন বেশ স্বস্তিতেই থাকার কথা৷ ছবিটা কিন্তু অন্য৷ কেননা, দলগত পরিসংখ্যান নয়, গম্ভীরের পাখির চোখ এখন প্লে-অফ৷ প্লে-অফে জায়গা করতে গেলে বাকি তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততেই হবে৷ যেখানে খেলতে হবে দুর্ধর্ষ ফর্মে থাকা বিরাটের ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও৷ তাই, পুণেকে হারিয়ে সেই রাস্তাটা সহজ করার অঙ্কেই মগ্ন গম্ভীর৷ নারিনকে খেলানোর পুরোদস্তুর চেষ্টা চলছে৷ মিস্ট্রি স্পিনারের সঙ্গে দিনরাত পড়ে রয়েছেন বায়োমেক্যানিক এক্সপার্ট৷ সব মিলিয়ে দুই শিবির চাপে থাকলেও, শনিবাসরীয় ব্লকবাস্টারে ঘরের মাঠে অবশ্যই অ্যাডভান্টেজ কেকেআর৷
ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে ব্যাট করছে পুণে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2016 07:17 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -