কলকাতা: যুবরাজ সিংহর ৩৪ বলে ৪০ রানে ভর করে মুম্বইকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি টি ২০ ট্রফির সুপার লিগ পর্যায়ে পর পর দুটি ম্যাচে জিতল পঞ্জাব।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানে পঞ্জাব দুটি উইকেট হারানোর পর ব্যাট করতে এসে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন যুবরাজ সিংহ। ওপেনার মনন ভোরা (৩১ বলে ৪২ রান)-র সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসে গতি দেন যুবরাজ। তাঁর ইনিংসে রয়েছে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। ভোরা আউট হওয়ার পর ব্যাট করতে নেমে ১৮ বলে ৪৩ রান করেন গুরক্রিত সিংহ। শেষপর্যন্ত চার বল বাকি থাকতেই পঞ্জাবকে জয়ী হয়।

গতকালই কর্নাটককে সুপার ওভারে হারিয়ে দিয়েছিল পঞ্জাব। এই ম্যাচেও  ২৫ বলে ২৯ রান করেছিলে যুবি। গতকালের রোমাঞ্চকর ম্যাচে দুলই নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান তোলে। পরে, এক-ওভারের এলিমিনেটরে ৬ বলে ১৫ রান তোলে পঞ্জাব। ছক্কা মারেন যুবরাজ ও মনদীপ সিংহ। জবাবে, কর্নাটক ১১ রানই তুলতে সক্ষম হয়।