হায়দরাবাদ: করোনা ভাইরাস মোকাবিলায় এবার এগিয়ে এলেন বিশ্বের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। তিনি আজ তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন। ট্যুইট করে নিজেই এ কথা জানিয়েছেন সিন্ধু।


করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত চার লক্ষেরও বেশি মানুষ। মৃত ২১ হাজারেরও বেশি। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত ৬৪৯। মৃত্যু হয়েছে ১৩ জনের। পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ হয়ে উঠছে। দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে অনেকেই এই ভাইরাস মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পাশে দাঁড়াচ্ছেন। এবার এগিয়ে এলেন সিন্ধুও।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে সব ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছে। টোকিও অলিম্পিক গেমসও এক বছর পিছিয়ে গিয়েছে। রিও অলিম্পিক গেমসে সিঙ্গলসে রুপো পাওয়া সিন্ধু টোকিওতেও নিশ্চিতভাবেই খেলবেন। কিন্তু প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় তাঁকে আপাতত অপেক্ষা করতে হচ্ছে।