রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অন্যতম ভরসা পিভি সিন্ধু। রবিবার কানাডার মিশেল লি-কে হারিয়ে দিলেন এই হায়দরাবাদি তারকা। প্রথম গেমে হেরেও দুরন্ত প্রত্যাবর্তন করলেন তিনি। সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৫, ২১-১৭।

 

এদিন শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। অল্পের জন্য প্রথম গেম হাতছাড়া হলেও, দমে যাননি সিন্ধু। সহজেই তিনি দ্বিতীয় সেট জিতে নেন। এরপর তৃতীয় সেটেও শুরুতে লড়াই চালাচ্ছিলেন লি। তবে সিন্ধু একবার এগিয়ে যাওয়ার পর আর তাঁকে থামানো সম্ভব হয়নি।