হায়দরাবাদ: পুরনো হায়দরাবাদের লাল দরজা অঞ্চলে সিংহবাহিনী মহাকালী মন্দিরে পুজো দিলেন পিভি সিন্ধু। আজ সকালে তিনি ওই মন্দিরে যান। শাড়ি পরে মাথায় করে পুজোর সামগ্রী নিয়ে একজন সাধারণ মেয়ের মতোই মন্দিরে যান এই শাটলার।


 

রিও অলিম্পিক থেকে ব্যাডমিন্টনের সিঙ্গলসে রুপো নিয়ে ফিরেছেন সিন্ধু। দেশে ফেরার পর থেকেই তিনি সংবর্ধনার জোয়ারে ভেসে যাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁর মধ্যে তারকাসুলভ কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সাধারণ মেয়ের মতোই রয়েছেন এই শাটলার।

 

পুজো দেওয়ার পর সিন্ধু বলেছেন, ‘প্রতি বছরই আমি এখানে পুজো দিতে আসি। রিও অলিম্পিকে যাওয়ার আগে আমি মানত করেছিলাম, পদক জিততে পারলে এখানে আবার পুজো দিতে আসব। সেই কারণেই আজ এসেছি।’

 

সিন্ধুর বাবা-মায়ের জন্ম অন্ধ্রপ্রদেশে। তবে এই শাটলারের জন্ম হায়দরাবাদে। ফলে রাজ্য ভাগ হওয়ার পর তিনি নিজেকে তেলেঙ্গানার নাগরিক বলেই মনে করেন। নতুন রাজ্য গঠনের পর থেকে যে বার্ষিক উৎসবের আয়োজন করা হয়, গত বছর সেই উৎসবেও যোগ দিয়েছিলেন সিন্ধু। তিনি অলিম্পিকে পদক জিতে দেশে ফেরার পর অবশ্য অন্ধ্র ও তেলেঙ্গানা দুই রাজ্য সরকারের পক্ষ থেকেই সংবর্ধনা পেয়েছেন।