নয়াদিল্লি: দিনকয়েক আগেই সুখবর এসেছিল। সিন্ধু পরিবারের তরফে জানানো হয়েছিল হয়েছিল এ বছরের শেষেই ২২ ডিসেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই বারের অলিম্পিক্স পদকজয়ী তারকা শাটলার। পাত্র আইটি সেক্টরের উচ্চপদে কর্মরত বেঙ্কট দত্ত সাঈ। সেই শুভ অনুষ্ঠানের জন্যই এবার 'মাস্টার ব্লাস্টার'-র কাছে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)।
তারকা শাটলার নিজের বাগদত্তা বেঙ্কট দত্তকে নিয়েই সচিন তেন্ডুলকররে (Sachin Tendulkar) বাড়িতে হাজির হয়েছিলেন। মুম্বইয়ে সশরীরে হাজির হয়েই হবু দম্পতি সচিনের হাতে বিয়ের নিমন্ত্রণবার্তা দেন। তারকা শাটলারের শুভ অনুষ্ঠানে সামিল হওয়ার আমন্ত্রণপত্র পেয়ে উচ্ছ্বসিত সচিন হবু দম্পতিকে শুভেচ্ছাও জানান। সোশ্যাল মিডিয়ায় দুইজনের সঙ্গে কার্ড হাতে দাঁড়িয়ে সচিন একটি ছবি পোস্ট করেন।
পোস্টের ক্যাপশনে সিন্ধুর উদ্দেশে সচিন লেখেন, 'ব্যাডমিন্টনে তো ম্যাচের শুরুটা লাভ দিয়েই চালু হয়। বেঙ্কট সাঈ দত্তের সঙ্গে তোমার সফরটা আজীবন এই লাভেই পরিপূর্ণ থাকবে। তোমার বড়দিনের জন্য ব্যক্তিগত ভাবে এসে আমাদের নিমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি যাতে আজীবন সুখী থাক এবং না না স্মরণীয় স্মৃতি গড়ে তোল, সেই কামনাই করি পিভি সিন্ধু।' জবাব সিন্ধুও সচিনের পোস্টটি শেয়ার করে জানান ক্রিকেট কিংবদন্তি তাঁদের দুইজনের জন্যই অনুপ্রেরণা।
প্রসঙ্গত, ২২ ডিসেম্বর সিন্ধু ও সাঈয়ের চার হাত এক হওয়ার কথা। বিয়ের সমস্ত অনুষ্ঠান অবশ্য ২০ ডিসেম্বর থেকেই শুরু হবে। তা চলবে ২৪ তারিখ পর্যন্ত। হায়দরাবাদে হবে সিন্ধু ও বেঙ্কটের রিসেপসন। সদ্যই খেতাবের খরা কাটার পরেই সিন্ধু পরিবারের তরফে এই আনন্দের খবর দেওয়া হয়। সিন্ধুর বাবা পিভি রমনের দাবি অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারকা শাটলারের ঠাসা সূচি। সেই কথা মাথায় রেখেই ডিসেম্বরেই তাঁর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ধুর বাবা জানান, 'দুই পরিবারের তরফেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ এটা ছাড়া আর কোনও সময় ফাঁকাই পাওয়া যাচ্ছিল না। কোনও বিকল্প ছিল না। সিন্ধু এই সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আবার অনুশীলন শুরু করে দেবে কারণ পরের মরশুমটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।'
আরও পড়ুন: দুমড়ে মুচড়ে একাকার গাড়ি, দুর্ঘটনার শিকার প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার