দোহা: সাল ২০১৪। দুরন্ত ফর্মে ছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। কিন্তু জার্মানির বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে মাথা হেঁট করে মাঠ ছাড়তে হয়েছিল। 


সেই মেসি জানিয়ে দিয়েছেন যে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টেই কি না প্রথম ম্য়াচে সৌদি আরবের কাছে হেরে বসেছে আর্জেন্তিনা! তবে মেসির নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে লা আলবিসেলেস্তেরা। মেক্সিকোকে হারিয়ে দিয়েছে। আজ, বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় পোল্যান্ডকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত।


আর সেই ম্যাচের আগে আর্জেন্তিনার জয়ের জন্য প্রার্থনায় মহাতারকার মা। সাতবার ব্যালঁ ডি’অর (Ballon D'Or) পুরস্কার জয়। কোপা আমেরিকা (Copa America Trophy) জয়। ফাইনালিসিমা ট্রফি। তবে বিশ্বকাপ এখনও অধরা মেসির। এর আগে চারবার তিনি ব্যর্থ হয়ে ফিরেছেন। এমন প্রেক্ষাপটে এই কাতার বিশ্বকাপই (FIFA World Cup 2022) মেসির কাছে কাপ জেতার শেষ সুযোগ।


মেসির মা সেলিয়া মারিয়া কুকসিটিনির (Celia Maria Cuccittini) বিশ্বাস, তাঁর পুত্র এবার সব অপমানের জবাব দিয়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরবেন। তিনি বলেছেন, 'ও কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। একটা ম্যাচ জিততে, নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করতে নিজেকে কীভাবে নিংড়ে দিয়েছে তা বলতে গেলে আমায় সাহিত্যিক হতে হবে। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। এবার অন্তত লিওকে ন‌্যায়বিচার দেবেন ঈশ্বর।'


আর্জেন্তিনার অঙ্ক


সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা (Fifa World Cup)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। আজ, বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছেন মেসিরা। প্রতিপক্ষ পোল্যান্ড। এই ম্যাচ জিতলে শেষ ষোলোয় সরাসরি পৌঁছে যাবে আর্জেন্তিনা। কিন্তু হারলে বা ড্র করলে?


বিশ্বকাপের গ্রুপ সি-তে ২ ম্য়াচের একটি জিতে ও একটি ড্র করে ৪ পয়েন্ট-সহ শীর্ষে রয়েছে পোল্যান্ড। দুই নম্বরে রয়েছে আর্জেন্তিনা। ২ ম্য়াচে ৩ পয়েন্ট মেসিদের। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তিন নম্বরে রয়েছে সৌদি আরব। ২ ম্যাচ খেলে এক পয়েন্ট মেক্সিকোর। তারা পয়েন্ট টেবিলে সকলের নীচে।


বুধবার মেসিরা জিতলে আর্জেন্তিনার পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে সরাসরি শেষ ষোলোয় পৌঁছে যাবে লা আলবিসেলেস্তেরা। বুধবারই গ্রুপের অন্য ম্য়াচে মুখোমুখি মেক্সিকো ও সৌদি আরব। সেই ম্যাচে সৌদি আরব জিতলে তারাও সেক্ষেত্রে পৌঁছে যাবে নক আউটে। ছিটকে যাবে পোল্যান্ড ও মেক্সিকো।


আরও পড়ুন: দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড