দোহা: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নেমেছিল সার্বিয়া ও স্যুইৎজারল্যান্ড। সেই ম্যাচেই সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল সুইসরা। নক আউটে জায়গা করে নিতে হলে এই ম্যাচ জিততেই হত স্যুইৎজারল্যান্ডকে। কিন্তু খেলার শুরুতে আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল সার্বিয়া। কিন্তু গোলমুখ খুলতে পারেনি তারা। খেলার ২১ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে শাকিরির বাঁ পায়ের দুরন্ত শটে গোল পেয়ে যায় স্যুইৎজারল্যান্ড। 


তবে দ্রুত গোলশোধ করে সার্বিয়া। ২৭ মিনিটের মাথায় মিত্রোভিচের গোলে সমতা ফেরায় সার্বিয়া। ম্যাচের ৩৬ মিনিটে লিড পায় সার্বিয়া। আবারও ট্যাডিচের ক্রস। এবার গোল করে দলকে এগিয়ে দেন দুসান ভালেহোভিচ। কিন্তু প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগে এম্বোলোর গোলে ফের সমতা ফেরায় স্যুইৎজারল্যান্ড। 


দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় স্যুইৎজারল্য়ান্ড। ফ্রেউলারের গোলে ফের এগিয়ে যায় তারা। এরপর হাজার চেষ্টা করেও আর গোলমুখ খুলতে পারেনি সার্বিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হত তাদের। আগামী ৭ ডিসেম্বর পর্তুগালের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে খেলতে নামছে স্যুইৎজারল্যান্ড। 


পর্তুগালকে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়া


 বিশ্বকাপের প্রথম দুই গ্রুপ পর্বের ম্যাচে একটিও জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও, ঘানার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ হারতে হয়েছিল দক্ষিণ কোরিয়াকে। বিশ্বকাপের পরের পর্বে পৌঁছতে হলে পর্তুগালকে হারানোর পাশাপাশি উরুগুয়ে ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভরশীল ছিলেন সন হিউং-মিনরা। 


ম্যাচের শুরুতেই রিকার্ডো হোর্তার গোলে পিছিয়ে পড়লেও কিম ইয়ং-গন ২৭ মিনিটে কোরিয়াকে সমতায় ফেরান। তবে ড্র পরের পর্বে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র হবে এবং কোরিয়া বাধ্য হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেবে, ঠিক সেই সময়ই দলের হয়ে ৯১তম মিনিটে গোল করে হোয়াং হি-চ্যান। এই গোলেই জয় ২-১ জয় পেল দক্ষিণ কোরিয়া।


উরুগুয়ে জিতেও ছিটকে গেল


২০১০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-ঘানার ম্য়াচ আজও সবার স্মৃতিতে অমলিন। আরও স্পষ্ট করে বললে ম্যাচের শেষ মুহূর্তে হাত দিয়ে লুই সুয়ারেজের নিশ্চিত গোল আটকে যাওয়া এবং তার ফলশ্রুতিতে আসামোয়া জিয়ান পেনাল্টি মিস করায় সুয়ারেজের সেলিব্রেশন এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে স্পষ্ট। সেবার সেমিফাইনালে ঘানাকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেছিল উরুগুয়ে। সেই ঘটনার ১২ বছর পর ফের একবার ঘানার বিরুদ্ধে বিশ্বকাপে মাঠে নেমেছিল উরুগুয়ে।


এবারেও ঘানার তারকা পেনাল্টি মিস করলেন। উরুগুয়ে ২-০ জিতলেও, পর্তুগাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-১ হারায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল উরুগুয়ে। দক্ষিণ কোরিয়া উরুগুয়ের থেকে বেশি গোল করায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সুয়ারেজরা।