দোহা: আপনি কি এবারের ফুটবল বিশ্বকাপ দেখতে যাবেন? কাতার বিশ্বকাপের টিকিট কীভাবে পাবেন? শেষ একটি সুযোগ থাকছে আপনার কাছেও। আগামী সপ্তাহে শেষবারের জন্য টিকিট বিক্রি হবে। এর আগে দুবারে মোট ১৮ লক্ষ্য টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এবার আগামী সপ্তাহ থেকে বাকি টিকিটের বিক্রি শুরু হবে।
কাতারের রাজধানী দোহার যে আটটি স্টেডিয়ামে খেলা হবে, সেই খেলাগুলোর টিকিট বিক্রি শুরু হবে আগামী ৫ জুলাই থেকে। ভারতীয় সময়ে দুপুর আড়াইটে থেকে শুরু করে ১৬ অগস্ট দুপুর আড়াইটে পর্যন্ত টিকিট বিক্রি হবে অনলাইনে। ফিফা বিশ্বকাপের ওয়েবসাইট থেকে সেই টিকিট বিক্রি হচ্ছে। ফিফার তরফ থেকে আগেই বলা হয়েছিল যে এবার টিকিটের জন্য মোট ৫০ লক্ষ মানুষ আবেদন জানালেও এত টিকিট বিক্রি কোনওভাবেই সম্ভব নয়। মোট ৩০ লক্ষ টিকিট আর বিক্রি করা হবে। তার মধ্যে ১২ লক্ষ বাকি রয়েছে।
এশিয়ার মাটিতে এই নিয়ে দ্বিতীয়বার বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। এর আগে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল। সেবার জাপান রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছিল। অন্যদিকে দক্ষিণ কোরিয়া তাঁদের সেরা পারফর্ম করেছিল সেবারের বিশ্বকাপেই। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। গ্রুপ পর্বে শক্তিশালী পর্তুগালের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গাস হিডিঙ্কির দল। রাউন্ড অফ সিক্সটিনে ইটালি ও কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ কোরিয়া। যদিও জার্মানির বিরুদ্ধে সেমিতে শেষ হয় তাদের স্বপ্নের দৌড়।
২০০২ সালের বিশ্বকাপ বুঝিয়ে দিয়েছিল যে এশিয়ার দলগুলোও কতটা প্রতিযোগিতামূলক ফুটবলের জন্য রীতিমত তৈরি। ২০১০ বিশ্বকাপের আসরেও জাপান ও দক্ষিণ কোরিয়া নক আউট পর্বে জায়গা করে নিয়েছিল। গতবার রাশিয়ায় বিশ্বকাপের আসরেও রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছিল দক্ষিণ কোরিয়া। বেলজিয়ামের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে হারতে হয় তাদের।