কলকাতা: ইশান কিষাণের বিধ্বংসী ইনিংসে ভর করে মুম্বই ইন্ডিয়ান্স তাদের চলতি আইপিএলের ১১ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পয়েন্ট তালিকায় প্রথম চারে উঠে এসেছে। গতকাল প্রথমে ব্যাট করে ২১০ রানের বিশাল স্কোর করে মুম্বই। দলের হয়ে ইশান ২১ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২১০ রানের জবাবে নাইট ব্রিগেড ১৮.১ ওভারে ১০৮ রানে সবাই আউট হয়ে যায়।
কিন্তু এই ম্যাচেও নিম্নমানের আম্পায়ারিং দেখা গেল। বৈধ বলকে নো বল ডাকলেন আম্পায়ার। এই সিদ্ধান্তে ক্রিকেট অনুরাগীরাও তাজ্জব হয়ে যান। মুম্বইয়ের ইনিংসের ১৬ তম ওভারে রোহিত শর্মা স্ট্রাইকে ছিলেন। টম কুরান বোলিং করছিলেন। তাঁর একটি বল নো ডাকের আম্পায়ার অনন্ত পদ্মনাভন। কিন্তু এরপর মাঠের বড় পর্দায় দেখা যায় কুরানের পা সঠিক জায়গাতেই ছিল। কুরান অসন্তোষ প্রকাশ করেন। তিনি রিভিউ নেওয়ার কথাও আকারে ইঙ্গিতে বলেন। নাইট অধিনায়ক দীনেশ কার্তিকও এসে আম্পায়ারের সঙ্গে কথা বলেন। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ারের এই নির্দেশ বদল হয় না।
আম্পায়ারের এই সিদ্ধান্তের বড়সড় খেসারত যদিও নাইট রাইডার্সকে দিতে হয়নি। কিন্তু এ ধরনের আম্পায়ারিং আইপিএলের মতো প্রথমসারির টুর্নামেন্টে খুবই অবাঞ্ছিত। সমগ্র টুর্মামেন্টের ক্ষেত্রেই তার প্রভাব পড়তে পারে।
আম্পায়ারের সিদ্ধান্তের পর মুম্বই ফ্রি হিট পায়। তবে ওই বলে হার্দিক পান্ড্য মাত্র এক রান নেন।
আইপিএলে ফের নিম্নমানের আম্পায়ারিং, বৈধ বলকেও ডাকা হল 'নো'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2018 11:03 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -