স্পিনারদের ব্যর্থতার জন্য পিচকে দুষতে নারাজ গম্ভীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2016 04:11 PM (IST)
কলকাতা: চলতি আইপিএল-এ স্পিনারদের খারাপ পারফরম্যান্সের জন্য পিচের কোনও দোষ দেখছেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর দাবি, ভাল স্পিনারদের পিচ থেকে সাহায্য দরকার হয় না। তাঁরা সব ধরনের পিচেই ভাল পারফরম্যান্স করতে পারেন। কেকেআর-এর তারকা স্পিনার সুনীল নারিন এবারের আইপিএল-এ ৬ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন। এই ক্যারিবিয়ান স্পিনার চারটি ম্যাচে দলের বাইরে ছিলেন। তিনি গত তিন মরশুমে যে পারফরম্যান্স করেছেন, এবার তত ভাল বল করতে পারছেন না। তবে গম্ভীর তাঁর দলের স্পিনারদের প্রশংসাই করছেন। নারিনেরও পাশে দাঁড়াচ্ছেন তিনি। নাইট-অধিনায়ক বলেছেন, তাঁর দলের তিন স্পিনারই খুব ভাল। সেই কারণেই সবাই বেশি বল করার সুযোগ পাচ্ছেন না। তবে স্পিনাররাই দলের বোলিং আক্রমণের প্রধান ভরসা। স্পিনের সাহায্যেই কেকেআর বিপক্ষের ব্যাটিং লাইনআপকে দমিয়ে রাখতে পারছে। শনিবার ঘরের মাঠে রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলবে কেকেআর। মহেন্দ্র সিংহ ধোনির দল ইতিমধ্যেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তা সত্ত্বেও পুণেকে হাল্কাভাবে নিতে নারাজ গম্ভীর। তাঁর মতে, ধোনির দলের উপর এখন কোনও চাপ নেই। তাঁরা খোলামনে খেলতে পারবেন। তাই শনিবার কেকেআর-কে ভাল খেলতে হবে।