লন্ডন: সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করা জার্সি চাইলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি রোনাল্ডোর নাম ও জার্সি নম্বর সহ ৮০টি জার্সি চেয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, প্রথম জার্সিটিতে যেন রোনাল্ডোর সই থাকে।


গত সপ্তাহে জানা যায়, ইতালি থেকে ইংল্যান্ডে ফিরছেন ‘সিআর ৭’। তাঁকে ফের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে। রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার খবরে ম্যান ইউ সমর্থকরা উচ্ছ্বসিত। রানি দ্বিতীয় এলিজাবেথও যে রোনাল্ডোর ভক্ত, সেটা এতদিন জানা যায়নি। এবার জানা গেল, রোনাল্ডোর সই করা জার্সি চেয়েছেন তিনি। একটি ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়। পরে অবশ্য ট্যুইটটি মুছে দেওয়া হয়েছে। ফলে এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।


রোনাল্ডো নিজে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার বিষয়ে জানিয়েছেন, ‘আমার যখন ১৮ বছর বয়স ছিল, তখন আমি এখানে ছিলাম। ১২ বছর পর এখানে ফিরে খুব ভাল লাগছে। আমি প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছি।’


পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পরেই জাতীয় দল পর্তুগালের হয়ে নতুন রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ইরানের আলি দাইকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১৪৮ ম্যাচে ১০৯ গোল রয়েছে আলি দাইয়ের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জোড়া গোল করে সেই রেকর্ড টপকে গেলেন রোনাল্ডো। আগেই আলি দাইয়ের রেকর্ড স্পর্শ করেন রোনাল্ডো। এবার তিনি এককভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের অধিকারী হয়ে গেলেন। আন্তর্জাতিক ফুটবলে ১৮০ ম্যাচে ১১১ গোল হয়ে গেল রোনাল্ডোর।


আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারছিল পর্তুগাল। ৮৯ মিনিটে গোল করে সমতা ফেরান রোনাল্ডো। এরপর সংযোজিত সময়ের ষষ্ঠ মিনিটে ফের গোল করে তিনি রেকর্ড গড়েন। 


এই রেকর্ড গড়ার পর রোনাল্ডো বলেছেন, ‘আমি খুব খুশি। শুধু এই কারণে না যে আমি রেকর্ড গড়েছি, আমাদের এই বিশেষ মুহূর্তের জন্য ভাল লাগছে।’