প্রকাশ সিনহা, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এবার প্রেসিডেন্সি জেলে সিবিআই। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় ধৃত ৫ জনকে জেরা করতে এদিন প্রেসিডেন্সি জেলে যান সিবিআইয়ের তদন্তকারীরা। জেলে গিয়ে জেরা করার অনুমতি চাইতে এর আগে শিয়ালদা আদালতে আবেদন জানায় সিবিআই।


আদালতের অনুমতি নিয়েই এদিন প্রেসিডেন্সি জেলে হাজির হন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন কী হয়েছিল, কারা উপস্থিত ছিল, কারও নির্দেশে হামলা হয়েছিল কি না, ধৃত ৫ জনের কাছে এসবই জানতে চাইবেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, একটি প্রশ্ন-তালিকাও তৈরি করা হয়েছে।



উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে এবার রাজ্য পুলিশের অফিসারদের তলব করা করা শুরু করল সিবিআই। সোনারপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয় সোনারপুর থানার তত্কালীন তদন্তকারী অফিসার সুজয় দাসকে। অভিযোগ, ভোটের ফল ঘোষণার দিন, পিটিয়ে মারা হয় বিজেপি কর্মী হারান অধিকারীকে। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয় কয়েকজনকে। 


অন্যদিতে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগে আদালতে আত্মসমর্পণ করেছেন দুই অভিযুক্ত। অভিযুক্তরা হলেন হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কালু শেখ ও ওই পঞ্চায়েতেরই অস্থায়ী কর্মী বিভাস বিশ্বাস। চাপড়ার বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে খুনের ঘটনায় সিবিআই এই দুজনের খোঁজ করছিল।


গতকাল অভিযুক্তরা কৃষ্ণনগর মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করায়, বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আরও ৩টি এফআইআর দায়ের করল সিবিআই। এর মধ্যে নদিয়ায় একটি ও উত্তর ২৪ পরগনার দুটি। এনিয়ে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় সিবিআইয়ের দায়ের করা এফআইআরের সংখ্যা দাঁড়াল ৩৪।


আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী সন্ত্রাসে চাপড়ায় বিজেপি কর্মীকে খুনের ঘটনায় আদালতে আত্মসমর্পণ ২ অভিযুক্তের


আরও পড়ুন: Malda: মালদায় প্রকট তৃণমূলের গোষ্ঠীকোন্দল, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই ২ অপসারিত নেতানত্রীর