উইকেটকিপার হিসেবে টেস্টে দ্রুততম ১০০০ রান কুইন্টন ডি ককের
Web Desk, ABP Ananda | 04 Jan 2017 04:13 PM (IST)
কেপটাউন: উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টেস্টে দ্রুততম ১০০০ রান করার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে এই রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ২১ ইনিংসেই ১০০০ রান করেছেন ডি কক। এর আগে উইকেটকিপারদের মধ্যে টেস্টে দ্রুততম হাজার রান করার রেকর্ড ছিল ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর দখলে। তিনি ২২ ইনিংসে ১০০০ রান করেন। কুমার সঙ্গাকারা ও এবি ডিভিলিয়ার্স ২৩ ইনিংসে হাজার রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ইনিংসে ১০১ রান করেছেন ডি কক। তিনি ১১টি বাউন্ডারি মেরেছেন। তাঁর এই অসাধারণ ইনিংসের সুবাদেই প্রথম ইনিংসে ৩৯২ রান করেছেন দক্ষিণ আফ্রিকা।