নয়াদিল্লি: আগামী বছর আইপিএল নিলামের শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  উইকেট কিপার কুইন্টন ডি কককে বিক্রি করল মুম্বই ইন্ডিয়ানসের কাছে। জানা গিয়েছে, ২.৮০ কোটি টাকা দর উঠেছে তাঁর। এই দামেই গতবার আরসিবি কিনে নেয় ডি কককে।

দক্ষি আফ্রিকার উইকেট কিপারের দাম পোষাতে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। তাঁর দাম ২.২০ কোটি টাকা। ছেড়ে দেওয়া হচ্ছে শ্রীলঙ্কার অফ স্পিনার আকিলা ধনঞ্জয়কেও, ৫০ লাখ টাকায়। নীতা অম্বানির দলে ইতিমধ্যেই ২ জন উইকেট কিপার রয়েছেন- ঈশান কিষাণ ও আদিত্য তারে। কিপিংয়ের পাশাপাশি ডি কক তাদের ব্যাটিং লাইন আপ আরও সমৃদ্ধ করবেন বলে মনে করা হচ্ছে। মুম্বই ইন্ডিয়ানসে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশেষজ্ঞ ব্যাটসম্যান এভিন লুইস, যদিও গত সিজনের শেষের দিকে অফ ফর্ম শুরু হয় তাঁর।

ডি কক এর আগে দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন, ৩৪টি ম্যাচে তাঁর মোট রান ৯২৭, গড় ২৮.০৯, স্ট্রাইক রেট ১৩০। একটি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন তিনি।