মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস গড়েছেন তিনি। ভারতের প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ পটেল (Ajaz Patel)। বিশ্বক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসাবে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। অথচ সেই আজাজ পটেলের ট্যুইটার হ্যান্ডল ভেরিফায়েড নয়!


যে ব্যাপারটা দেখে হতবাক আর অশ্বিন (Ravichandran Ashwin)। এতটাই যে, ট্যুইটার কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণ করলেন তামিলনাড়ুর তারকা অফস্পিনার। ট্যুই করে লিখলেন, 'প্রিয় ট্যুইটার, এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর নিশ্চয়ই ভেরিফায়েড হওয়া উচিত'। সঙ্গে আজাজের ট্যুইটার হ্যান্ডলটিও দেন অশ্বিন। তাঁর সেই ট্যুইট ভাইরাল হয়েছে। ইরফান পাঠানের মতো অনেকেই সেটি রিট্যুইট করেছেন।



কানপুরে টেস্ট ড্রয়ের পর মুম্বইতে কিউয়ি-বধ ভারতের। ওয়াংখেড়েতে আজ চতুর্থ দিনের খেলা শুরু হতেই ভারতীয় বোলারদের দাপটে চাপে ছিল নিউজিল্যান্ড। জয়ন্ত যাদবের দুর্দান্ত স্পেলে কার্যত বশ্যতা স্বীকার করে নিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন ম্যাচ শুরুর এক ঘণ্টা যেতে না যেতেই ১৬৭ রানে কিউয়িদের গুটিয়ে ম্যাচ ও সিরিজ মুঠোয় পুরল বিরাট-বাহিনী।


কানপুরে অল্পের জন্য রক্ষা পেয়েছিল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মুম্বইয়ে প্রবল চাপে ছিল নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে (Ind vs NZ) দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের খেলার শেষে কিউয়িদের স্কোর ছিল  ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ৫ উইকেট। এক ঘণ্টার মধ্যে লক্ষ্যপূরণ করল ভারত।


এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার টেস্টেও শেষ হাসি হাসল ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজে কানপুরের প্রথম টেস্টে ম্যাচ ড্র করেছিল ভারত। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি। প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। নেপথ্যে ছিলেন কিউয়ি বোলার আজাজ পটেল। এক ইনিংসে ১০ উইকেট নিয়ে মুম্বইয়ের মাটিতে রেকর্ড গড়েছিলেন এই স্পিন বোলার।


ভারতীয় দল প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায়। ময়ঙ্ক আগরওয়াল করেন ১৫০ রান। যদিও আজাজ পটেলের পাল্টা দিয়েছে ভারতের বোলাররাও। ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অল আউট হয়ে যান কেন উইলিয়ামসনরা। এর মধ্যে ৪ উইকেট ছিল অশ্বিনের। ৩টি উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। ২টি উইকেট নিয়েছিলেন অক্ষর পটেল এবং একটি উইকেট পেয়েছিলেন জয়ন্ত যাদব। ২৬৩ রানের বিশাল লিড নিলেও অবশ্য নিউজিল্যান্ডকে ফলো অন করায়নি ভারত। 


তৃতীয় দিনের পর ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৪০০ রান। রচিন রবীন্দ্রকে ফিরিয়ে সোমবার কিউয়ি শিবিরে প্রথম ধাক্কা দেন জয়ন্ত যাদব। নিউজিল্যান্ডের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।