চেন্নাই: বুধবার চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তখন তিলধারণের জায়গা নেই। চারদিকে থিকথিকে ভিড়। কারও হাতে ধরা পোস্টার, কারও হাতে ব্যানার। কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন ফুলের মালা হাতে। বাজছে ড্রাম। ট্রাম্পেট। চলছে স্থানীয় নৃত্য।
যাঁকে বরণ করার জন্য এত ভিড়, তিনি আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। দাবা বিশ্বকাপে (Chess World Cup) রানার্স হয়ে দেশে ফিরলেন বুধবার। আর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভেঙে পড়ল চেন্নাই।
এদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন প্রজ্ঞাননন্দ। ছিলেন ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। প্রজ্ঞাননন্দের সঙ্গে ছিলেন তাঁর বাবা, মা ও পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে প্রজ্ঞাননন্দের হাতে তুলে দেন ৩০ লক্ষ টাকার চেক। প্রজ্ঞাননন্দ এক সাক্ষাৎকারে বলেন, এত মানুষ দাবাকে ভালোবেসে হাজির হয়েছেন, এটা ভেবেই রোমাঞ্চিত লাগছে।
দাবা বিশ্বকাপের (Chess World Cup) ফাইনালে হারলেও প্রশংসায় ভাসছেন আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় বিস্ময় দাবাড়ুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
দাবা বিশ্বকাপের ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আরও এক স্বীকৃতি পেলেন চেন্নাইয়ের দাবাড়ু। এবার মাহিন্দ্রা গ্রুপ তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেবে অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি। মাহিন্দ্রা ও মাহিন্দ্রা সংস্থার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, ১৮ বছরের দাবাড়ুর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে এক্সইউভি ৪০০ ইলেকট্রিক গাড়ি।
আজেরবাইজানের বাকুতে দাবা বিশ্বকাপের ফাইনালে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন আর প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)। প্রতিপক্ষ ছিলেন ম্যাগনাস কার্লসেন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার স্বীকার করতে হয় চেন্নাইয়ের বিস্ময় দাবাড়ুকে। চ্যাম্পিয়ন হন কার্লসেন। রানার আপ প্রজ্ঞাননন্দ।
আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ-কন্যা, সমাবর্তনে হাজির থাকবেন গর্বিত বাবা-মা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন