নয়াদিল্লি: ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করল চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানানন্দ। সে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। শনিবার ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছে সে।

বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হলেন ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি। প্রজ্ঞানানন্দর বয়স ১২ বছর ১০ মাস ১৩ দিন। সবথেকে অল্প বয়সে গ্র্যান্ডমাস্টারদের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় পরিমার্জন নেগী। ১৩ বছর ৪ মাস বয়সে এই কৃতিত্ব লাভ করে তিনি চতুর্থ স্থানে রয়েছেন।

দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার ও ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ অভিনন্দন জানিয়েছেন প্রজ্ঞানানন্দকে। আশা করেছেন, শিগগিরই চেন্নাইয়ে তাঁদের দেখা হবে।

[embed]https://twitter.com/vishy64theking/status/1010715361459691520?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fsports%2Fr-praggnanandhaa-12-year-old-indian-becomes-second-youngest-grand-master-896331[/embed]

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও অভিনন্দন জানিয়েছেন এই কিশোর দাবাড়ুকে।

[embed]https://twitter.com/RahulGandhi/status/1010850041047715840?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fsports%2Fr-praggnanandhaa-12-year-old-indian-becomes-second-youngest-grand-master-896331[/embed]