জোহানেসবার্গ: ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি ককের মধ্যে বচসার জের কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকার বনাম অস্ট্রেলিয়া সিরিজে ফের বিতর্ক। এবার অসি অধিনায়ক স্টিভ স্মিথকে ধাক্কা দিয়ে বিতর্কে জড়ালেন প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাডা। এজন্য রাবাডার বিরুদ্ধে আইসিসি-র লেভেল ২ অপরাধের অভিযোগ উঠেছে। যার ফলে রাবাডার ঘাড়ে শাস্তির খাঁড়া ঝুলছে।
পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এই ঘটনা ঘটে। ২৫ রানে স্মিথকে আউট করার পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে রাবাডা স্মিথের কাঁধে ধাক্কা মারেন।
এ জন্য ২২ বছরের রাবাডার শৃঙ্খলাভঙ্গ জনিত ব্যবস্থার মুখোমুখি হবেন। দোষী সাব্যস্ত হলে সিরিজের বাকি ম্যাচগুলিতে তিনি সম্ভবত খেলতে পারবেন না। কারণ, যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, তার সাজা সাসপেনশন।
রাবাডার সাসপেনশন যে দলের পক্ষে একটা বড় ধাক্কা হবে, তা মেনে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার ভার্নন ফিল্যান্ডার। উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে রাবাডার বিধবংসী বোলিংয়েই ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। রাবাডা ৯৬ রানে পাঁচ উইকেট নিয়েছেন। ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৪৩ রানে গুটিয়ে গিয়েছে।
ফের উত্তাপ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজে, স্মিথকে ধাক্কা দিয়ে শাস্তির মুখে রাবাডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2018 08:12 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -