কেপ টাউন: কুঁচকিতে চোট পেয়ে ভারত সফর থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের প্রধান অস্ত্র কাগিসো রাবাডা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলতে পারবেন না তিনি।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ ১-২ ফলে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মুখোমুখি দুই দল। এই সিরিজে খেলতে পারবেন না রাবাডা। ১২ মার্চ থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচেও ওয়ান ডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। সেই সিরিজ থেকেও ছিটকে গেলেন রাবাডা।

শুক্রবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় চোটটি পান রাবাডা। তাঁর চোটের জায়গার এমআরআই করা হয়। চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।



রাবাডার আইপিএলে খেলা নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলেন রাবাডা। ২৯ মার্চ শুরু এবারের আইপিএল। পরের দিন অর্থাৎ ৩০ মার্চ দিল্লি ক্যাপিট্যালসের অভিযান শুরু। প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব। টুর্নামেন্টের শুরুর দিকে অন্তত রাবাডার খেলা নিয়ে বড়সড় অনিশ্চয়তা রয়েছে।