Rachin Ravindra: ''সচিন-দ্রাবিড়ের নাম থেকে রাচিনের নামকরণ হয়নি'', কী বললেন কিউয়ি তারকার বাবা?

ICC World Cup 2023: রাচিনের বাবা সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের ভক্ত থাকার জন্য ছেলের নাম রেখেছিলেন রাচিন। তবে কিউয়ি তারকার বাবা নিজেই জানিয়ে দিলেন যে সচিন ও রাহুলের নাম থেকে নামকরণ হয়নি রাচিনের। 

Continues below advertisement

বেঙ্গালুরু: আন্তর্জাতিক ক্রিকেটে (Internationa Cricket) পা রাখার পর থেকেই নজর কেড়েছেন। চলতি বিশ্বকাপে ব্যাটে তিনটি সেঞ্চুরি চলে এসেছে। বল হাতেও সাফল্য পেয়েছেন। একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন এরই মধ্যে। ২৩ বছরের তরুণ কিউয়ি অলরাউন্ডার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবারের বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে। চারিদিকে একটি বিষয় বারবার ছড়িয়েছে। তা হল, রাচিনের বাবা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভক্ত থাকার জন্য ছেলের নাম রেখেছিলেন রাচিন। তবে কিউয়ি তারকার বাবা নিজেই জানিয়ে দিলেন যে সচিন ও রাহুলের নাম থেকে নামকরণ হয়নি রাচিনের। 

Continues below advertisement

এক সাক্ষাৎকারে রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি বলেন, ''এটা পুপ্রোরস্টাতাব দিয়েই কাকতালীয় বিষয়। রাচিনের যখন জন্ম হয়, আমার স্ত্রী এই নামটিই রাখার প্রস্তাব দিয়েছিল। নামটি স্পেলিং করতে খুব সুবিধে হয়। শুনতেও ভাল লাগছিল। তাই আমরা বেশি সময় না নিয়ে ওর নাম রাচিন রাখার সিদ্ধান্ত নিই। কিছু বছর পরে আমরা এটা বুঝতে পারি যে ওর নামটি রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের নামের সংমিশ্রণ। আমাদের সন্তান ক্রিকেট খেলবে বা এমন কোনও অভিপ্রায় থেকে ওর নাম রাচিন রাখিনি আমরা।''

নিউজিল্যান্ড পাড়ি দেওয়ার আগে রাচিনের বাবা নিজে বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতেন। রাচিনের ক্রিকেটে হাতেখড়ি নিউজিল্যান্ডেই। সেখানে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে রাচিন অনূর্ধ্ব ১৯ নিউজিল্যান্ড দলেও খেলেছেন। রাচিনের ঠাকুরদা, ঠাকুমারা এখনও বেঙ্গালুরুতেই থাকেন। রাচিন নিজে কিছুদিন আগে গিয়েওছিলেন সেখানে তাঁদের আশীর্বাদ নিতে। উল্লেখ্য়, এই নিয়ে টানা চতুর্থ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছালো কিউয়ি শিবির।

২০১৯ সালে বিশ্বকাপের মঞ্চে সেমিতে কিউয়িদের বিরুদ্ধে হেরেই ছিটকে যেতে হয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে। এবার রোহিতের দলের কাছে সুযোগ সেই হারের প্রতিশোধ নেওয়ার। চার বছর পরে ভারতের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। খেলা এবার নিজেদের দেশের মাটিতে। তার ওপর টানা ৯ ম্যাচ জিতেছে ভারত। টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখাচ্ছে রোহিত শর্মাদের। ফার্গুসন বলছেন, 'ওই ম্যাচের পর চার বছর কেটে গিয়েছে এবং তার মধ্যে দুই দলই প্রচুর ক্রিকেট খেলেছি। বুধবারের ম্যাচের জন্য দুই শিবিরই মুখিয়ে রয়েছি। তবে প্রতিশোধের কাহিনি লেখা সাংবাদিকদের কাজ। আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করা ঠিক কি না জানি না। চার বছর আগের ম্যাচটা কিন্তু দর্শনীয় হয়েছিল।'

Continues below advertisement
Sponsored Links by Taboola