মেলবোর্ন: সদ্যই চোট সারিয়ে কোর্টে ফিরেছিলেন তিনি। আশা ছিল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন তাঁকে খেলতে দেখা যাবে। কিন্তু তা হচ্ছে না। আজ, রবিবার, ৭ জানুয়ারিই অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2024) থেকে নিজের নাম প্রত্যাহারের কথা ঘোষণা করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। গত সপ্তাহেই ব্রিসবেনে প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক টেনিসে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন নাদাল। সেই টুর্নামেন্টেই চোট পান নাদাল। তাঁর পেশি ছিঁড়ে যায়। সেই কারণেই তিনি অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।  


নাদাল নিজের অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে লেখেন, 'ব্রিসবেনে আমার গত ম্যাচের সময় আমার পেশিতে একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছিল যেটা স্বাভাবিকভাবেই আমার চিন্তিত করে তোলে। মেলবোর্নে আসার পর আমার এমআরআই করার সুযোগ পাই এবং তাতে পেশির অল্প জায়গা ছিঁড়ে গিয়েছে বলে ধরা পড়ে। তবে আগে যেখানে চোট পেয়েছিলাম, সৌভাগ্যবশত এটা সেই জায়গায় নয়। বর্তমানে আমি পাঁচ সেটের ম্যাচ খেলার জন্য শারীরিকভাবে সঠিক জায়গায় নেই। আমি স্পেনে ফিরে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমার ডাক্তারকে দেখাব এবং খানিক বিশ্রাম নেব।'


 






৩৭ বছর বয়সি নাদাল প্রায় এক বছর পর ব্রিসবেন ওপেনের মাধ্যমেই নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। সেখানে প্রথম ম্যাচেই জয়ও পান তিনি। তবে তারপরেই ফের একবার চোটের কবলে পড়তে হল তাঁকে। নাদাল এর আগে ২০০৯ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। তবে এবার আর বছরের প্রথম স্ল্যামে তাঁর কোর্টে নামা হচ্ছে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: আইসিসি ট্রফি জয়ে ভারতের ব্যর্থতায় ভনের খোঁচা, কড়া জবাব দিলেন আর অশ্বিন