Salary News: শীঘ্রই ৫০ শতাংশ হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ! অনুমান করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই সুখবর পাবেন সরকারি কর্মীরা। জেনে নিন, এই বিষয়ে কী ভাবছে সরকার। 


7th Pay Commission: কোন মাসে আসতে পারে সুখবর ?
সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ অতীতে বহুবার বাড়ানো হয়েছে। যে কারণে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৪২ শতাংশ। অন্যদিকে জুলাইয়ে তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ালে বেতন বাড়বে অনেকটাই।


জুলাই মাসে ডিএ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার


কিছু মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। কারণ সরকার আগামী দিনে আরও ডিএ বাড়াতে পারে। সরকার জানুয়ারি থেকে মাত্র ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে, যে কারণে মহার্ঘ ভাতা ও রিলিফ ৪২ শতাংশ হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনে বলা হচ্ছে, এই ভাতা ৪ শতাংশ বাড়ানো হতে পারে বা ৫০ শতাংশ পর্যন্ত করা হতে পারে। তাই নতুন করে আশায় বুক বাঁধছে সরকারি কর্মীরা। 


Salary News: ৫০ শতাংশ DA কি হবে ?


সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা থাকলে তা সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে যোগ হবে। অর্থাৎ কর্মচারীদের মূল বেতন বাড়বে। সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে কার্যকর করা হয়েছিল। তখন পর্যন্ত নিয়ম কার্যকর ছিল যে ৫০ শতাংশ ডিএ থাকলে তা শূন্য করা হবে।


৫০ শতাংশ DA হলে বেতন কত বাড়বে ?


কেন্দ্রীয় সরকার যদি ডিএ ৫০ শতাংশ করে, তাহলে বেতনে বড় বৃদ্ধি দেখা যাবে। ধরুন কারও মূল বেতন ২৬ হাজার টাকা, তাহলে তার ৫০ শতাংশ হবে ১৩ হাজার টাকা। অর্থাৎ বেতনে ১৩ হাজার টাকা বাড়ানো হবে ও তা মূল বেতনের পাশাপাশি পাবেন ওই কর্মী।


7th Pay Commission: সরকার বছরে দুবার ডিএ বাড়ায়


সরকারি কর্মচারীদের বেতন বছরে দুবার বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। প্রথমবার বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি ও দ্বিতীয়বার ছয় মাস পর জুলাই মাসে তা বাড়ানো হয়।


আরও পড়ুন : Jeep India: জিপ নিয়ে এল মেরিডিয়ান এক্স, সঙ্গে নতুন আপল্যান্ড স্পেশ্যাল এডিশন, জেনে নিন দাম-বৈশিষ্ট্য