লন্ডন: কেরিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন মুলতুবি রাখতে হল রাফায়েল নাদালকে (Rafael Nadal)। চলতি উইম্বলডনে চোট নিয়েই রীতিমতো দাপট দেখাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না! সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল। পেটের চোটের জন্য উইম্বলডন থেকে সরে গেলেন। ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছে গেলেন নিক কিরিয়স।


তলপেটের ছেঁড়া পেশিতে ৭ মিলিমিটার ক্ষত! সঙ্গে পায়ের মারাত্মক চোট। দুটি বড় চোট নিয়েও উইম্বলডনে লড়াই করছিলেন। লর ফ্রিৎজের (Taylor Fritz) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল জিতে উঠে রাফা নিজেই জানিয়েছিলেন যে, সেমিফাইনালে তিনি নিক কিরিয়সের (Nick Kyrgios) বিরুদ্ধে খেলার ব্যাপারে সন্দিহান। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। 



স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, চোট নিয়েই সেমিফাইনালে খেলতে নামতে মরিয়া ছিলেন রাফা। কিন্তু শেষরক্ষা হল না। পেশির এই মারাত্মক চোটের জন্যই যুদ্ধক্ষেত্রে ছাড়লেন স্পেনের কিংবদন্তি।



তিনি সরে দাঁড়ানোয় ফাইনালে যাঁরা নাদাল বনাম নোভাক জকোভিচ লড়াই দেখবেন বলে তৈরি হচ্ছিলেন, তাঁরাও হতাশ হলেন।


আরও পড়ুন: ৫০তম জন্মদিনের আগে লর্ডসে জার্সি খুলে ওড়ানোর সেই বিখ্যাত ব্যালকনিতে ফিরলেন সৌরভ