ঝিলম করঞ্জাই, কলকাতা: এনআরএস হাসপাতালে (NRS Medical College And Hospital) বিরল অস্ত্রোপচার (Surgery)। জুড়ে থাকা লিভারের অংশ কেটে পৃথক করা হল যমজ শিশুকে। তিনঘণ্টা ধরে চলে জটিল অপারেশন। চিকিত্‍সকরা জানিয়েছেন, দুজনেই সুস্থ রয়েছে।


পৃথক করা হল দুই শিশুপুত্রকে: দুটো আলাদা প্রাণ। একসঙ্গে বেড়ে উঠছিল মায়ের জঠরে কিন্তু, যমজ শিশুর জন্মের পর দেখা যায়, তাদের শরীর একে অপরের সঙ্গে জোড়া। দুই শিশুর জন্মের ১৮ দিনের মাথায়, NRS হাসপাতালে হল জটিল অস্ত্রোপচার। লিভারের অংশ কেটে, পৃথক করা হল দুই শিশুপুত্রকে।


বিচ্ছেদে নতুন জীবন পেল দুই প্রাণ!উত্‍কণ্ঠার প্রহর পেরিয়ে, হাসি ফুটল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, দম্পতির। চিকিত্‍সকরা বলছেন, চিকিত্‍সার ভাষায় একে বলে কনজয়েন্ট টুইন। ভ্রূণ দু’টি ভাগ হওয়ার সময়, যদি পৃথকীকরণ ঠিক মতো না হয়, তাহলে এমন কনজয়েন্ট টুইন (Conjoined twins)  বা জোড়া যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে।


যমজ শিশুদের নিয়ে OPD-তে এসেছিলেন স্বামী-স্ত্রী: হাসপাতাল সূত্রে খবর, যমজ শিশুদের নিয়ে OPD-তে এসেছিলেন স্বামী-স্ত্রী। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, দুই সদ্যোজাতর শরীরের অন্যান্য অঙ্গ আলাদা হলেও, জোড়া রয়েছে লিভার। 


আরও পড়ুন: Organ Transplant in Kolkata : ফের অঙ্গদানের নজির রাজ্যে, সুস্থ জীবনের পথে পা বাড়াবেন ৪ জন


নীলরতন সরকার হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি (Pediatric Surgery) বিভাগে অস্ত্রোপচারে লিভারের অংশ কেটে আলাদা করা হয় শিশুদুটিকে। শিশু শল্য চিকিত্‍সক নিরূপ বিশ্বাস জানিয়েছেন, হৃদযন্ত্রে কোনও প্রভাব পড়েনি। আদতে লিভার দুটি পৃথক হলেও একটা অংশ জোড়া লাগানো ছিল। সেটাই আলাদা করা হয়েছে। বিচ্ছেদেও নতুন জীবন


রাজ্যে অঙ্গদান: ফের রাজ্যে অঙ্গদানের অনন্য নজির। ব্রেন ডেথ হওয়া ব্যক্তির অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের। যার জেরে একইসঙ্গে সুস্থ জীবনের পথে এগোতে চলেছে বেশ কয়েকটি জীবন। বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে ব্রেন ডেথ ঘোষণা করা হয় ব্যারাকপুর পুর এলাকার বাসিন্দা ৪৯ বছরের ওই ব্যক্তির। যার পরই পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র আরএন টেগোর হাসপাতাল, একটি কিডনি এসএসকেএম ও আরেকটি কিডনি ও লিভার অ্যাপোলো হাসপাতালে প্রতিস্থাপন করা হবে।