য় পঢঞ্ন: খেলার শুরু থেকই সমস্যায় ভুগছিলেন। চোট, অস্ত্রোপচার গত কয়েক বছরে নাদালের সঙ্গী হয়ে গিয়েছে। এবার সেই চোট নিয়েই উইম্বলডনে অষ্টমবারের জন্য় সেমিফাইনালে পৌঁছে গেলেন স্প্যানিশ টেনিস সুপারস্টার। পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর টাইব্রেকারে ম্যাচ জিতলেন নাদাল। হারিয়ে দিলেন আমেরিকার টেলর ফ্রিৎজকে। খেলার ফল নাদালের পক্ষে ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০/৪)। ৪ ঘণ্টা ২০ মিনিটের কঠিন লড়াই শেষে জয় পেলেন নাদাল।


প্রথম সেটেই হারতে হয় নাদালকে


কোয়ার্টার ফাইনালে সিনারের বিরুদ্ধে প্রথম ২ সেট পরপর হেরেও ফিরে এসেছিলেন জকোভিচ। পরের তিন সেট জিতে শেষ চারে পৌঁছেছিলেন। কিন্তু এদিন পাঁচ সেটের খেলার পরও নির্ধারণ হল না ফল। খেলা টাইব্রেকারে গড়ালে সেখানেই ম্যাচ জিতে বেরিয়ে যান নাদাল। এদিন ২৪ বছরের আমেরিকার টেলর শুরুতে ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কিন্তু সেখান থেকেই ৬-৩ ব্যবধানে জিতে যান। এরপর যদিও দ্বিতীয় সেটেই প্রত্যাবর্তন করেন নাদাল। ৭-৫ ব্যবধানে জিতে যান তিনি। 


 






তৃতীয় সেটে যদিও ফের দুরন্ত লড়াই করে জিতে যান টেলর। এবারও ৬-৩ ব্যবধানে জেতেন তিনি। চতুর্থ সেট নাদাল জেতেন ৭-৫ ব্যবধানে। খেলা গড়ায় পঞ্চম সেটে। কিন্তু সেখানেও ফল নির্ধারিত না হওয়ায় টাইব্রেকারে খেলা যায়। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তা জিতে ম্য়াচ পকেটে পুরে নেন নাদাল।


২২টি গ্র্যান্ডস্লামের মালিক এদিন তলপেটের নিচে পেশির চোটের জন্য খুব একটা স্বস্তিতে ছিলেন না। বারবার মেডিক্যাল চেক আপের জন্যও যান খেলার ফাঁকে। কিন্তু তাঁর অদম্য লড়াই ও জেদের কাছেই বোধহয় হার মানতে হয় টেলরকে। 


আরও পড়ুন: আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন রোহিত-বাটলার দ্বৈরথ?