প্যারিস: ফরাসি ওপেন চ্য়াম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। গতকালই ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে ১৪ তম বার ক্লে কোর্টে খেতাব জিতে নিয়েছেন স্প্যানিশ টেনিস কিংবদন্তী। দুরন্ত ফর্মে থাকা রাফা গতকাল ব্যথার ওষুধ খেয়ে ফাইনাল খেলতে নেমেছিলেন। টুর্নামেন্ট শুরুর আগেই চোট সারিয়ে কোর্টে ফিরেছিলেন নাদাল। বাঁ পায়ে ব্যথা কমানোর ওষুধ খেয়ে বারবার কোর্ট নামছিলেন ও জয় ছিনিয়ে নিচ্ছিলেন। তবে ফরাসি ওপেন ট্রফি জয়ের পর এবার নাদাল চাইছেন এই চোট পুরোপুরি সারানোর বিষয় ভাবনা চিন্তা করতে। 


ফাইনালে খেতাব জয়ের পর নাদাল বলেন, ''বাঁ পা আমার অসার ছিল। কোনও অনুভূতি ছিল না। এই পরিস্থিতিতেই খেলতে নেমেছিলাম। ইঞ্জেকশন দিয়ে নেমেছিলাম বলে খেলতে পেরেছিলাম।'' নাদালকে প্রশ্ন করা হয়েছিল যে কতগুলো ইঞ্জেকশন আপনাকে নিতে হয়েছিল? তার উত্তরে মুখে হাসি নিয়ে নাদাল বলেন, ''এটাই না জানাই ভাল। কিন্তু আমি এভাবেই বারবার কোর্টে নামতে চাই না। একটা চিরস্থায়ী উপায় খুঁজে বের করতে হবে।''


ফাইনালে জয় নাদালের


স্ট্রেট সেটে ক্যাসপার রুডকে হারিয়ে ১৪ বারের জন্য ক্লে কোর্টে খেতাব জিতেছেন স্প্যানিশ টেনিস তারকার। সেমিফাইনালে জেভেরেভকে হারানোর পরই মনে করা হয়েছিল যে ফাইনালে হয়ত খুব একটা কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে না। ঠিক সেটাই হল। এদিন খেলার ফল নাদালের পক্ষে ৬-৩, ৬-৩, ৬-০। ২৩ বছরের রুড এদিন দাঁড়াতেই পারেননি নাদালের সামনে। এদিন মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়়াই শেষেই খেতাব জিতে নেন নাদাল। এই প্রথম একই মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন একসঙ্গে জিতলেন বিশ্বের ৩ নম্বর টেনিস তারকা।


গত জানুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সঙ্গে সঙ্গেই সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হয়ে গিয়েছিলেন নাদাল। ফেডেরার ও জোকারকে টপকে ২১টি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়েছিলেন রাফা। এবার সেই সংখ্যাটা আরও বাড়়িয়ে নিলেন স্প্য়ানিশ কিংবদন্তী।