অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেই অশ্বিন, প্রথম দশে রাহানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Aug 2016 12:59 PM (IST)
enters top-10, on top of all-rounders' list দুবাই: টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। বোলারদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন। ৬ নম্বরে বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন অজিঙ্ক রাহানে। তিন ধাপ উঠে এখন আট নম্বরে রাহানে। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি তিন ধাপ নেমে এখন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে আছেন। আইসিসি-র সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম দশে রাহানে ছাড়া আর কোনও ভারতীয় নেই। বোলারদের তালিকার শীর্ষে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। প্রথম দশে ভারতীয়দের মধ্যে অশ্বিন ও জাদেজা। অলরাউন্ডারদের প্রথম পাঁচ জনের মধ্যে অশ্বিন ছাড়া আর কোনও ভারতীয় নেই।