অর্জুন পুরস্কার পেলেন রাহানে, রোহিত
Web Desk, ABP Ananda | 16 Sep 2016 07:49 PM (IST)
নয়াদিল্লি: ক্রিকেটার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মাকে শুক্রবার এ বছরের অর্জুন পুরস্কার দেওয়া হল। ভারতীয় দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার নিতে পারেননি রাহানে ও রোহিত। সেই কারণে এদিন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, ক্রিকেট ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অন্যান্য খেলার উন্নতিতে সাহায্য করতে দায়বদ্ধ। প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য দেশবাসীকে গর্বিত করেছে।