হায়দরাবাদ: দু বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে প্রত্যাবর্তনের ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারল না রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের কাছে কার্যত বিধ্বস্ত হতে হল রাজস্থানকে। শুরু থেকেই রাজস্থান দলকে চাপে রাখে হায়দরাবাদ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ২০ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ব্যাটিং করতে নেমে কোনও পার্টনারশিপ গড়তে না পারাকেই দলের হারের কারণ বলে উল্লেখ করেছেন রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে। ম্যাচের শেষে রাহানে বলেছেন, এই উইকেটে ১৫০-১৬০ রান বেশ ভালো স্কোর হবে ভেবেছিলাম। কারণ, পিচ মিডিয়াম পেসারদের সহায়ক ছিল। কিন্তু আমরা একটাও ভালো পার্টনারশিপ গড়তে পারলাম না। নিয়মিত ব্যবধানে গুরুত্বপূর্ণ উইকেটগুলি পড়ে যায়। ভালো স্কোরের জন্য পার্টনারশিপ খুবই দরকার ছিল।
তবে প্রথম ম্যাচে হার নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ দেখছেন না রাহানে। তিনি বলেছেন, আগামী ম্যাচগুলিতে দল ভালো খেলবে বলেও আত্মবিশ্বাসী অধিনায়ক।
পার্টনারশিপ না হওয়াতেই সানরাইজার্সের কাছে হার, বলছেন রাহানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2018 04:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -