নয়াদিল্লি: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে রুদ্ধশ্বাস ম্যাচে ছিল প্রচুর নাটকীয় উপাদান। দুই বল বাকি থাকতে কে গৌতমের সংক্ষিপ্ত বিধ্বংসী ইনিংসে ভর করে জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস।
গৌতমের ১১ বলে ৩৩ রানের ইনিংস ও ছয় মেয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া ছাড়াও আরও কতগুলি নজরকাড়া ঘটনা দেখা গিয়েছে ম্যাচে। গৌতম সকলের নজর কেড়ে নেওয়ার ঘন্টা দুয়েক আগে রাজস্থান রয়্যালসের অধিনায়ক আজিঙ্কা রাহানে বিপক্ষ অধিনায়ক রোহিত শর্মাকে দুরন্ত রান আউট করেন। মাত্র এক বল খেলে কোনও রান না করেই ফিরতে হয় মুম্বই অধিনায়ককে। রাহানের ওই রান আউটের মাধ্যমে ফিরে এল জন্টি রোডসের স্মৃতি।
ইশান কিষাণ (৫৮) এবং সূর্যকুমার যাদব (৭২)-এর জুটিতে ভর করে ইনিংসের ভিত মজবুত করে মুম্বই। তাঁদের জুটি ভাঙলে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে রোহিত শর্মার ওপর। কিন্তু রাহানের দুরন্ত ফিল্ডিংয়ের ফলে মুম্বইয়ের স্কোর আটকে যায় ১৬৭ রানে।
ক্রিজে এসে প্রথম বলটি ঠেলে দিয়েই এক রান নিতে দৌড়ন রোহিত। কিন্তু বিদ্যুত গতিতে বল তুলে শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে নন স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দেন রাহানে। ১৯৯২-র বিশ্বকাপে ঠিক এভাবেই পাকিস্তানের ইনজামাম-উল-হককে রান আউট করেছিলেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস।
রাহানের এই দুরন্ত ফিল্ডিংয়ের পর রোহিতের স্ত্রী রিতিকার প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। রিতিকা ওই সময় স্ট্যান্ডে ছিলেন।