নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দুটি ইনিংসেই ভারতের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের ব্যাটে রান এসেছিল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। অ্যান্টিগায় এই সেঞ্চুরি রাহানের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা ওই সময় তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। ১৭ টেস্ট পরে সেঞ্চুরি এসেছিল রাহানের ব্যাট থেকে।
লক্ষ্মণ বলেছেন, গত দুই বছরে কোনও শতরান না আসায় ও অবশ্যই কিছুটা চাপে ছিল। এরপরও অবশ্য নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট ওর ওপর আস্থা রেখেছিল। সহ অধিনায়ক রান করতে মরিয়া ছিল। রবিবারের ওই সেঞ্চুরি ওর কাছে যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা ওর প্রতিক্রিয়াতেই স্পষ্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই টেস্টে বোলারদের দুরন্ত পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন লক্ষ্মণ। বিশেষ করে জসপ্রিত বুমরার প্রশংসা করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডারকে দুমড়ে মুচড়ে দিয়েছিলেন তিনি।
লক্ষ্মণ বলেছেন, ভারতের ফাস্ট বোলাররা আরও একবার চমত্কার পারফরম্যান্স মেলে ধরল। পুরো ম্যাচেই দারুণ বোলিং করেছে ইশান্ত। মহম্মদ শামিও ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল। কিন্তু বুমরার কথা আলাদা করে বলতেই হয়।
ওই ম্যাচে হনুমা বিহারীর দৃষ্টিভঙ্গি তাঁর ভালো লেগেছে বলেও জানিয়েছেন হায়দরাবাদের মেন্টর।