নয়াদিল্লি: আজ জাতীয় ক্রীড়া দিবসে ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার ইন্দিরা গাঁধী ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রতিদিনের ব্যস্ততায় শারীরিক কসরত কিংবা খেলাধুলোর কথা ভুললে চলবে না, এই বার্তাই দেওয়ার কথা নরেন্দ্র মোদির। সুস্থ ভাবে জীবনযাপনের জন্য রোজ খেলাধুলো করা কতটা জরুরি, সেই কথা তুলে ধরা এই অনুষ্ঠানের লক্ষ্য।
গত রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট' শুরু করার কথা বলেন। তিনি বলেন, '' আমি আপনাদের ফিট দেখতে চাই। সকলকে ফিটনেস সচেতন করে তুলতে চাই। ওইদিন আমরা একসঙ্গে 'ফিট ইন্ডিয়া'র শপথ নেবো। ''


ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ট্যুইটারে সকলকে এই মুভমেন্টে যোগ দেবার আবেদন জানিয়েছেন। রিজিজু জানিয়েছেন, দেশের সার্বিক উন্নয়নে ফিটনেস জরুরি। প্রত্যেক ভারতীয়কে সচেতন করাই এই কর্মসূচির লক্ষ্য। সমাজের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।