নয়াদিল্লি: দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেও সুযোগ কাজে লাগাতে পারেননি অভিজ্ঞ ওপেনার গৌতম গম্ভীর। রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ২৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। অন্যদিকে, ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়ে চলা তরুণ ওপেনার লোকেশ রাহুল চোট সারিয়ে মাঠে ফিরেছেন। রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে রাজস্থানের বিরুদ্ধে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন রাহুল। তিনি নিশ্চিতভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলত সিরিজের শেষ তিনটি টেস্টের দলে থাকবেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন গম্ভীর। দলের বাইরে চলে গেলে গম্ভীরের আন্তর্জাতিক কেরিয়ারই শেষ হয়ে যেতে পারে।

কয়েকদিন আগেই ভারতের কোচ অনিল কুম্বলে বলেছেন, চোট পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে আগে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। রাহুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়েছিলেন। তাঁর বদলে দলে আসেন গম্ভীর। কিন্তু এই অভিজ্ঞ ওপেনার নিজেকে প্রমাণ করতে পারেননি। উল্টোদিকে রাহুল নিজেকে যেমন ফিট প্রমাণ করেছেন, তেমনই দেখিয়ে দিয়েছেন, তিনি ফর্মে আছেন। ফলে তাঁর দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল।

বৃহস্পতিবার থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে গম্ভীরের প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়। দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ না পেলে গম্ভীর নিশ্চিতভাবেই বাকি তিনটি টেস্টের দলেও থাকবেন না।