নয়াদিল্লি : প্রধান কোচ হিসাবে টিম ইন্ডিয়াকে টি২০-তে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা দেখানোর পর, এবার নয়া ইনিংস শুরু করতে পারেন রাহুল দ্রাবিড়। আইপিএলে পুনরায় তাঁর যাত্রা শুরু হতে পারে। প্রথম খবর ছড়িয়েছিল, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন রাহুল। বিশেষ করে, গৌতম গম্ভীরের মতো মেন্টর চলে যাওয়ায় বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে সেই জায়গায়। সেই জায়গায় দ্রাবিড় আসতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু খবর অনুযায়ী, তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে আলোচনায় আছেন দ্রাবিড়।
সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ায় প্রতিবেদনে বলা হয়েছে, "রাজস্থান রয়্যালস ও দ্রাবিড়ের মধ্যে কথা চলছে। হয়তো এনিয়ে ঘোষণা হতে পারে।"
একদিকে যখন দ্রাবিড় নতুন যাত্রা শুরু করার পথে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে পথচলা শুরু করতে চলেছেন গম্ভীর। সাদা বলের সিরিজ খেলতে দলের অন্য সদস্যদের সঙ্গে শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন তিনি। দল সফর শুরু করার আগে, গম্ভীর স্বীকার করে গিয়েছেন, বড় বড় জুতোয় তাঁকে পা গলাতে হবে। বিশেষ করে কোচ হিসাবে দ্রাবিড় দলের জন্য যা করেছেন তারপর।
ভারত দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে টি২০ বিশ্বকাপ জয়ের পর, দ্রাবিড় মজা করে বলেছিলেন, পরের মাস থেকেই 'কর্মহীন' হয়ে পড়ছেন তিনি। এমনকী তিনি রিপোর্টারদের জিজ্ঞাসাও করেন, তাঁদের কাছে কোনও চাকরির সন্ধান আছে কি না। এহেন দ্রাবিড়কে নিতে যে আইপিএলের যে কোনও ফ্র্যাঞ্চাইজিই মরিয়া থাকবে, একথা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে রাহুল আর কাজ চালিয়ে যেতে চাননি, কারণ তিনি বছরের ১০ মাস বাইরে সফর করে কাটাতে চাইছেন না। এতদিন আর পরিবার থেকে দূরে থাকার ইচ্ছা নেই তাঁর। কিন্তু, আইপিএলের বিষয়টা আলাদা। এই টি২০ লিগে দ্রাবিড়কে বছরের মাত্র ২-৩ সপ্তাহ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে হবে।
অতীতেও আইপিএলের কোচ ও মেন্টর হিসাবে কাজ করেছেন রাহুল। 'স্বার্থ সংঘাত'-এর কারণে ২০১৭ সালে চাকরি ছেড়ে যাওয়ার আগে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ ছিলেন দ্রাবিড়। আইপিএল কোরিয়ার শেষ করার আগে, দ্রাবিড় ভারতীয় জুনিয়র দলের কোচ ছিলেন। অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলের। ২০২১ সালে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি বেঙ্গালুরুতে থাকা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির হেডও ছিলেন।