কলকাতা: ২০১১ সালে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যাটিংয়ের নাগাড়ে ব্যর্থতায় সিরিজ খোয়াতে হয়েছিল ভারতকে (Indian Cricket Team)। গোটা টেস্ট সিরিজে ভারতের হয়ে কার্যত একাই লড়ে করে গিয়েছিলেন একজন। তিনি 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বাকিদের ব্যর্থতা সত্ত্বেও, এই সিরিজে দ্রাবিড় যে বাকিদের থেকে আলাদা, তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এই সফরেই ভারতের হয়ে নিজের কেরিয়ারের প্রথম ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন রাহুল দ্রাবিড়। সেই ম্যাচেও কিন্তু তাঁর 'ক্লাস' কারুরই নজর এড়ায়নি।
দুরন্ত ফর্ম
ভারতীয় দল এই সফরে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচই খেলেছিল। তাই ওয়ান ডে এবং টি-টোয়েন্টির জন্য ভিন্ন ভিন্ন দলের বদলে একটিই স্কোয়াড ঘোষণা করেছিলেন ভারতীয় নির্বাচকরা। এই সফরে সীমিত ওভারের সিরিজে রাহুল দ্রাবিড়ের সুযোগ পাওয়া নিয়েই বড় প্রশ্নচিহ্ন ছিল। তবে টেস্টে দারুণ ফর্মের ফলেই সীমিত ওভারের স্কোয়াডে ডাক পান দ্রাবিড়। গৌতম গম্ভীর চোটের কারণে গোটা সফর থেকেই ছিটকে গিয়েছিলেন। তাই ভারতীয় দলের কাছে রাহুল দ্রাবিড়কে খেলানো ছাড়া খুব বেশি বিকল্পও ছিল না।
তৎকালীন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'মনে হচ্ছে রাহুল ম্যাচে খেলবেন। এই ফর্ম্যাটে একজন ব্যাটার কম নিয়ে মাঠে নামার প্রশ্নই আসে না। দলে সাতজন ব্যাটার থাকা ভীষণ প্রয়োজনীয়। তাই যতদূর সম্ভব রাহুল সুযোগ পেতে চলেছেন।' সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মতো রাহুল দ্রাবিড়ও কোনওদিন টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে খেলতে তেমন আগ্রহ প্রকাশ করেননি। বরং, তিনিই বাকি দুইজনকে ২০০৭ সালের বিশ্বকাপ না খেলার আবেদন করেছিলেন বলেও শোনা যায়। তবে দলের প্রয়োজনে বরাবরই রাহুল দ্রাবিড় সামনে এগিয়ে এসেছেন। তাই বাধ্য হয়েই তিনি টি-টোয়েন্টি খেলতে নামেন।
অচেনা দ্রাবিড়
তিন নম্বরে ব্যাট করতে নামা রাহুল দ্রাবিড়কে এই ম্যাচ সম্পূর্ণ ভিন্নরূপে দেখা যায়। মাত্র ৩১ রান করলেও, দ্রাবিড়ের ইনিংস সাজানো ছিল তিন তিনটি ছক্কায়। তিনি ২১ বলে এই ৩১ রানের ইনিংসটি খেলেন। অজিঙ্ক রাহানে এই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক ৬১ রান করেন। ভারত ১৬৫ রান করলেও, অবশ্য জিততে পারেনি। ইয়ন মর্গ্যানের ৪৯ ও কেভিন পিটারসেনের ৩৩ রানে ভর করে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
আরও পড়ুন: আউটের আবেদন করতে গিয়েও অসহ্য যন্ত্রণা! অ্যান্টিগায় কুম্বলেকে কুর্নিশ করেছিলেন ভিভ