নাগপুর: টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ভর করছে রবিবারের ম্যাচের পরিণতির ওপর। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত বড় রান তুলল। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতের স্কোর ১৭৪/৫।
ব্যাট হাতে দলের ভরসা হয়ে দাঁড়ালেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। দুরন্ত ছন্দে থাকা অধিনায়ক রোহিত শর্মা ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ২ রান করে ফেরেন। অপর ওপেনার শিখর ধবনও ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ১৬ বলে ১৯ রান করে ফেরেন দিল্লির বাঁহাতি তারকা। এরপরই ইনিংসের হাল ধরেন রাহুল ও শ্রেয়স।
বা বলা ভাল, বাংলাদেশের বোলারদের শাসন করা শুরু করেন ব্যাট হাতে। তৃতীয় উইকেটে মাত্র ৪১ বলে ৫৯ রান যোগ করেন দুজনে মিলে। রাহুল করেন ৩৫ বলে ৫২ রান। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। তবে শ্রেয়স ছিলেন আরও মারমুখী মেজাজে। মাত্র ৩৩ বলে ৬২ রান করেন মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। যার মধ্যে বাংলাদেশের অফস্পিনার আফিফ হোসেনের এক ওভারে পরপর তিন বলে ওভার বাউন্ডারি মারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই শ্রেয়সের প্রথম অর্ধশতরান।
তবে ব্যাট হাতে ফের ব্যর্থ ঋষভ পন্থ। ৯ বলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে মণীশ পাণ্ডে ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশ বোলারদের মধ্যে সফিউল ইসলাম ও সৌম্য সরকার ২টি করে উইকেট নিয়েছেন।
রাহুল-শ্রেয়স ব্যাটিং ঝড়ে সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টিতে ভারত তুলল ১৭৪/৫
Web Desk, ABP Ananda
Updated at:
10 Nov 2019 08:52 PM (IST)
তবে ব্যাট হাতে ফের ব্যর্থ ঋষভ পন্থ। ৯ বলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে মণীশ পাণ্ডে ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -