নয়াদিল্লি: ব্যাটসম্যান কে এল রাহুল মেয়েদের যথেষ্ট সম্মান করেন। যেভাবে হার্দিক পাণ্ড্যর মন্তব্যের জেরে তাঁকে গোটা দেশের সমালোচনার মুখে পড়তে হল, তা অত্যন্ত দুঃখের। বললেন কিংস ইলেভন পঞ্জাবের মালিক অভিনেত্রী প্রীতি জিন্টা।

কিছুদিন আগে কর্ণ জোহরের কফি উইথ কর্ণ শো-এ যোগ দিয়ে দেশজোড়া বিতর্ক তৈরি করেন রাহুল ও হার্দিক পাণ্ড্য। মহিলাদের সম্পর্কে হার্দিক আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ, রাহুল মুখে কিছু না বললেও তা শুনে হেসেছিলেন, ফলে হার্দিকের মত না হলেও রীতিমত সমালোচনার শিকার হন তিনিও। দুজনকেই ভারতীয় দল থেকে সাসপেন্ড করা হয়। সেই সাসপেনশন এখন তুলে নেওয়া হয়েছে ঠিকই কিন্তু বিসিসিআই-এর ওম্বাডসম্যান ডি কে জৈনের তদন্তের মুখোমুখি হওয়া এখনও বাকি।

রাহুল জানিয়েছেন, টানা সমালোচনার জেরে ভেঙে পড়েছিলেন তিনি, এমনকী নিজের চরিত্রের ওপরেও সন্দেহ তৈরি হয়। কিন্তু এখন সব বিতর্ক পিছনে ফেলে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে তিনি তৈরি।

আইপিএলে রাহুলের টিমের মালিক প্রীতি বলেছেন, রাহুল যেভাবে ফর্মে ফিরেছেন তাতে তিনি খুশি। তিনি অত্যন্ত ভাল ছেলে, তাঁর সঙ্গে যা ঘটেছে তা এখন অতীত। যেভাবে গোটা পরিস্থিতি জটিল হয়ে ওঠে তা দেখে খারাপ লেগেছিল তাঁর কিন্তু শেখার জন্যই তো বাঁচা। এই ধরনের মুহূর্ত জীবনে অনেক কিছু শিক্ষা দেয়, প্রীতি মন্তব্য করেছেন।

হিন্দি ছবির জগতে দীর্ঘদিন কাটানো প্রীতি জানেন কীভাবে গ্রহণ করতে হয় অর্থ ও খ্যাতিকে। জানিয়েছেন, দলের তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা নিয়মিত ভাগ করে নেন তিনি। তবে ভুল না করলে শেখা সম্ভব নয় বলে তাঁর ধারণা।