কিংস্টন: জামাইকায় দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পথে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আবহাওয়া প্রতিকূল না হলে হয়তো চতুর্থ দিনেই জয় তুলে নিত বিরাট কোহলির দল। কিন্তু এদিন দফায় দফায় বৃষ্টির জেরে খেলা হল মাত্র ১৫.৫ ওভার। তারই মধ্যে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৮ রানে ৪ উইকেট খুইয়ে বসেছে। ভারত এখনও ২৫৬ রানে এগিয়ে। পঞ্চম দিনে যদি বৃষ্টি না হয়, তাহলে ভারতের জয় পাওয়া নিয়ে সংশয় নেই।


 

চতুর্থ দিন খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ন’টায়। কিন্তু আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভিজে ছিল। ফলে খেলা শুরু হয় ১০.৪৫ মিনিটে। কিন্তু তিন ওভার খেলা হওয়ার পরেই ফের বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর ফের খেলা শুরু হতেই ক্যারিবিয়ান ওপেনার রাজেন্দ্র চন্দ্রিকাকে (১) ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দিতে চেয়েছিলেন চন্দ্রিকা। কিন্তু বলটি তাঁর ডান হাতের কনুইয়ে লেগে উইকেটে আঘাত করে।

 

ক্যারিবিয়ানদের প্রথম উইকেট পতনের কিছুক্ষণ পরেই ফের বৃষ্টি নামে। খেলা শুরু হওয়ার পর ক্রেগ ব্রেথওয়েট (২৩) ও ড্যারেন ব্র্যাভো (২০) ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। যদিও ইশান্ত, মহম্মদ শামিদের সামনে তাঁরা বিশেষ সুবিধা করতে পারছিলেন না। ব্রেথওয়েটকে ফেরান লেগ স্পিনার অমিত মিশ্র। এরপর ব্র্যাভো ও মার্লন স্যামুয়েলসের (০) উইকেট তুলে নেন শামি।

 

খেলায় বারবার বিঘ্ন ঘটা সত্ত্বেও মধ্যাহ্নভোজের বিরতির আগেই ভারত চার উইকেট তুলে নেওয়ায় এদিনই জয়ের আশা তৈরি হয়েছিল। কিন্তু বিরতির পর খেলা শুরু হওয়ার মুখে ফের বৃষ্টি নামায় আর খেলা সম্ভব হয়নি। ৩.৪০ মিনিটে এদিনের মতো খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

 

ভারতের বোলাররা যেরকম আগুনে ফর্মে আছেন, তাতে গোটা একটা সেশন পেলেই ক্যারিবিয়ানদের শেষ ৬ উইকেট তুলে নিতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই টেস্টের শেষ দিন আবহাওয়ার উন্নতি হওয়ার পূর্বাভাস রয়েছে। এটাই এখন ভারতের আশা।