কলকাতা: ভারতীয় ক্রিকেটে কি হবে গোলাপি বিপ্লব? ধুঁকতে থাকা টেস্ট ক্রিকেটে কি গোলাপি বল আনবে নতুন জোয়ার? ভারতের মাটিতে প্রথমবার গোলাপি বলের ক্রিকেট শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ডিন জোন্স-প্রত্যেকেরই দাবি, এই গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে চ্যালেঞ্জ। বিতর্ক নয়, বরং গোলাপি বলের ক্রিকেটকে সাদর অভ্যর্থনা জানালেন সৌরভ, লক্ষ্মণরা।
অ্যাডিলেডে প্রথম গোলাপি বল টেস্টে মনুষের আগ্রহ ছিল চোখে পড়ার মত। ভারতের প্রথম গোলাপি বলে খেলা হবে আগামী ১৮ তারিখ থেকে ইডেনে। সিএবির ঘরোয়া টুর্নামেন্ট সুপার লিগের ফাইনালে মোহনবাগান বনাম ভবাণীপুর ম্যাচে। এই ম্যাচে নজর রয়েছথে বোর্ডের। কিন্তু ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগেও দুই দল নতুন গোলাপি বলে অনুশীলন করার সুযোগই পেলনা। ক্রিকেটবিশেষজ্ঞদের দাবি, এই গোলাপি বলের বিশেষত্ব খানিকটা আলাদা।

এক নজরে দেখে নেওয়া যাক গোলাপি বলের বিশেষত্ব-

১. দিন রাতের ম্যাচে সাদা বলের চেয়ে গোলাপি বলের ক্ষতি অনেক ধীরে হয়।
২. গোলাপি বলের সিম খানিকটা আলাদা হয়।
৩. রিভার্স সুইং নয়, পুরানো গোলাপি বলেও হয় সুইং। যা দেখা গিয়েছে অ্যাডিলেড টেস্টে।

কিন্তু এই বলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আগামিকালই প্রথমবার ইডেনে অনুশীলন করবে দুই দল। ভারতের প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের আগে যা সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মত দুই শিবিরের।

এদিকে, গোলাপী বলে খেলা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রকৃতির ভ্রূকুটিতে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আগামী ২ দিনের মধ্যেই শহরে ঢুকছে বর্ষা। তাই ইডেনে গোলাপী ইতহাস তৈরীর মাঝে এখন প্রধান বাধা প্রকৃতি।