চেন্নাই: সুস্থই রয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। তাঁর অসুস্থতা নিয়ে যে গুজব উঠেছিল, তা উড়িয়ে দিল অভিনেতার কার্যালয়। তারা জানিয়েছে, পুরোপুরি সুস্থ রয়েছেন রজনীকান্ত।

অভিনেতার অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন তিনি। সপরিবারে ছুটি কাটাচ্ছেন। অনুরাগীদের উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই হয়নি।

প্রসঙ্গত, কিছু অনলাইন পোর্টালে রজনীকান্তের অসুস্থতার কথা প্রকাশিত হওয়ার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তাঁর শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন শুরু করেন অনুরাগীরা। তাদের এসব গুজবে কান দিতেও বারণ করা হয়েছে।

সম্প্রতি ‘কাবালি’-র শ্যুটিং শেষ করেছেন পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত অভিনেতা। শীঘ্রই মুক্তি পাবে সেই ছবি।