কলম্বো: সিদ্ধান্ত নেওয়ার ১০ দিনের মধ্যেই উলোটপুরাণ। গত ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। কিন্তু তার ১০ দিনের মাথায় এবার নিজের সিধান্ত বদল করতে চাইলেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ''দেশের ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী নমল রাজাপক্ষের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছেন ভানুকা যে, তিনি তাঁর সিদ্ধান্তের পরিবর্তন করবেন।'' এই বিষয় ফের একটি চিঠি লঙ্কা ক্রিকেট বোর্ডকে দিয়েছেন ভানুকা। সেখানে তিনি জানিয়েছেন যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তিনি ইচ্ছুক।
এর আগে চলতি মাসের ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (Sri Lanka Cricket Board) নিজের অবসরের (retirement) চিঠি দিয়েছিলেন। পারিবারিক কারণে এই সিদ্ধান্ত বলে জনিয়েছিলন তিনি। নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, ''আমি একজন প্লেয়ার, স্বামী হিসেবে আমার দায়িত্বের কথা খুব যত্ন সহকারে বিবেচনা করেছি এবং পিতৃত্ব ও সংশ্লিষ্ট পারিবারিক কারণের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি।''
বয়স মাত্র ৩০ বছর। তাহলে কেন এত কম বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন? প্রশ্নের উত্তর ছিল না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছেও। দেশের হয়ে ৫টি ওয়ান ডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন রাজাপক্ষে। গত বছর জুলাইয়ে ওয়ান ডে অভিষেক হয় ভারতের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রাজাপক্ষের পারফরম্যান্স ছিল বেশ ভাল। দেশের হয়ে ৮ ম্যাচে ১৫৫ রান করেছিলেন তিনি।
কিছুদিন আগেই, মাত্র ২৯ বছর বয়সেই ডি ককের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ''এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। প্রচুর সময় লেগেছে আমার এই সিদ্ধান্তে পৌঁছতে। আমি দীর্ঘ সময় ধরে ভাবার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ কী হবে, আমার প্রায়োরিটি কী হবে এইসব কিছু মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের প্রায়োরিটি এই মুহূর্তে সাসা এবং আমি আমাদের নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে চলেছি।''