নয়া দিল্লি : আইপিএলের আসন্ন মরসুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল রাজস্থান রয়্যালস ? নতুন অধিনায়ক যুজবেন্দ্র চাহাল ? অবাক হচ্ছেন ? রাজস্থান রয়্যালসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করলেন চাহাল নিজেই। যিনি নিজেই নিজেকে অধিনায়ক ঘোষণা করেন। কী শুনছেন এসব ?
আজ চাহাল ঘোষণা করেন, রাজস্থান রয়্যালসের ট্যুইটার অ্যাকাউন্টের অ্যাডমিন পাসওয়ার্ড আছে তাঁর কাছে। তা নিয়ে তিনি কিছু মজা করার সিদ্ধান্ত নেন। প্রথমে রাজস্থান রয়্যালসের অ্যাকাউন্ট থেকে, যুজবেন্দ্র চাহালের একটি ছবি ট্যুইট করা হয়। সাথে সাথে একটি মেসেজ। তাতে লেখা, দলের নতুন অধিনায়ক।
এমনকী দলের অধিনায়ক সঞ্জু স্যাম্পসনও তাঁকে অভিনন্দন জানান। যা নিয়ে রাজস্থানের অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ঈর্ষান্বিত। পরে অ্যাকাউন্ট থেকে একটি ছবি ট্যুইট করা হয়। যাতে চাহালকে ব্যাট করতে দেখা যায়। এমনকী এই ট্যুইটটি হাজারের বেশি রিট্যুইট হয়। এই মরসুমে চাহাল জস বাটলারের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন। এমনও লেখা হয় ট্যুইটে। যা নিয়ে একপ্রস্থ মজা চলে।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছিলেন চাহাল। কিন্তু, এবার আরসিবি তাঁকে ধরে রাখেনি। রাজস্থান রয়্যালস তুলে নেয় তাঁকে। আসন্ন আইপিএলের জন্য সাড়ে ছয় কোটি টাকায় তাঁকে কেনে আরআর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম সেরা লেগস্পিনার চাহাল। তাঁর অধিকাংশ সাফল্যই এসেছে আরসিবি-র হয়ে। ১১৪টি আইপিএল ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ১৩৯টি উইকেট। ইকোনমি রেট ৭.৫৯। কিন্তু, এবার রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে তাঁকে।
প্রসঙ্গত, রাজস্থান দলের কোচিং স্টাফেদের মধ্যে এবার শ্রীলঙ্কার দুই প্রাক্তন তারকা। দলের কোচ কুমার সঙ্গকারা। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন মালিঙ্গা। প্রাক্তন পেসার বলেছেন, “আইপিএলে আবার ফিরতে পেরে দারুণ লাগছে। রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া গর্বের ব্যাপার। তরুণদের সুযোগ করে দেয় এই দল। এই প্রতিযোগিতায় যে বোলাররা দলে রয়েছে, তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। মুম্বই দলের সঙ্গে বেশ কিছু ভাল সময় কাটিয়েছি, এ বার রাজস্থানের পালা। নতুন অভিজ্ঞতার জন্য তৈরি হচ্ছি।”