আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি বোলাররা। সঞ্জু ছাড়াও রাজস্থানের হয়ে ভাল ব্যাটিং করেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (৩৬), বেন স্টোকস (২৭) ও জোস বাটলার ২৩। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ব্যাঙ্গালোর। শেষপর্যন্ত ৬ উইকেটে ১৯৮ রান করে বিরাটের দল।
সঞ্জু স্যামসনের ঝোড়ো ৯২, আইপিএল-এ ব্যাঙ্গালোরকে ১৯ রানে হারাল রাজস্থান
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2018 08:11 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
বেঙ্গালুরু: আজ আইপিএল-এ সুপার সানডের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৯ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। জয়ের নায়ক সঞ্জু স্যামসন। তিন নম্বরে ব্যাট করতে নামা সঞ্জু ৪৫ বলে ১০টি ছক্কা ও দু’টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৯২ রান করেন। ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি করেন ৫৭ রান। মনদীপ সিংহ ৪৭ রানে অপরাজিত থাকেন। শেষদিকে ওয়াশিংটন সুন্দরও (১৯ বলে ৩৫) ঝোড়ো ব্যাটিং করে দলকে জেতানোর চেষ্টা করেন। কিন্তু তা সত্ত্বেও জয় পেল না ব্যাঙ্গালোর।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি বোলাররা। সঞ্জু ছাড়াও রাজস্থানের হয়ে ভাল ব্যাটিং করেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (৩৬), বেন স্টোকস (২৭) ও জোস বাটলার ২৩। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ব্যাঙ্গালোর। শেষপর্যন্ত ৬ উইকেটে ১৯৮ রান করে বিরাটের দল।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি বোলাররা। সঞ্জু ছাড়াও রাজস্থানের হয়ে ভাল ব্যাটিং করেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (৩৬), বেন স্টোকস (২৭) ও জোস বাটলার ২৩। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ব্যাঙ্গালোর। শেষপর্যন্ত ৬ উইকেটে ১৯৮ রান করে বিরাটের দল।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -