রাহুল ত্রিপাঠি, শ্রেয়াস গোপালের দুর্দান্ত পারফরম্যান্স, আরসিবি-কে ৩০ রানে হারিয়ে প্লে অফের আশায় রাজস্থান
Web Desk, ABP Ananda | 19 May 2018 07:45 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
জয়পুর: আইপিএল-এর ডু অর ডাই ম্যাচে বিরাট কোহলিকে টেক্কা অজিঙ্কা রাহানের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩০ রানে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল রাজস্থান রয়্যালস। জয়ের নায়ক ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি ও লেগস্পিনার শ্রেয়াস গোপাল। ওপেনার রাহুল ৫৮ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। শ্রেয়াস মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। আরসিবি-র তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স ৫৩ রান করেন। কিন্তু পার্থিব পটেল (৩৩) ছাড়া আর কেউ তাঁকে সঙ্গ দিতে পারেননি। ফলে হারতে হল বিরাটের দলকে। সেই সঙ্গে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিতে হল। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাহানে। তিনি নিজে করেন ৩৩ রান। উইকেটকিপার হেনরিক ক্লাসেন করেন ৩২ রান। তবে সবাইকে টপকে যান রাহুল। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা। উমেশ যাদব ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। রাজস্থান ৫ উইকেটে ১৬৪ রান করে। রান তাড়া করতে নেমে শুরুতেই বিরাটের (৪) উইকেট হারায় আরসিবি। এরপর পার্থিব ও ডিভিলিয়ার্সের জুটিতে যোগ হয় ৫৫ রান। কিন্তু পার্থিব ফিরে যাওয়ার পরেই একে একে বাকি ব্যাটসম্যানরাও আউট হয়ে যান। শেষপর্যন্ত ১৯.২ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় আরসিবি।