হায়দরাবাদ: আইপিএলের ইতিহাসে নিলামে ভারতীয় বোলার হিসেবে সবচেয়ে বেশি দর পেলেন জয়দেব উনাদকট। আইপিএল ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠানের দ্বিতীয় দিনে চমক। কেএল রাহুল, মনীশ পান্ডেকে টপকে সর্বোচ্চ দর পেলেন জয়দেব উনাদকট। ১১.৫০ কোটি টাকা দামে তাঁকে নিল রাজস্থান রয়্যালস।উনাদকোটের বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। তাঁকে দলে নিতে আইপিএলের নিলামের দ্বিতীয় দিনে চেন্নাই সুপারকিংস ও কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে টানটান লড়াই হয়। দর চড়তে থাকে। শেষপর্যন্ত রাজস্থান উনাদকটকে সাড়ে এগারো কোটি টাকা দিয়ে দলে নেয়। টি ২০ স্পেশ্যালিষ্ট উনাদকট গত মরশুমে পুনে রাইজিং সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেনষ। ১৩.৪১ গড়ে ২৪ উইকেট নিয়েছিলেন তিনি।
বাংলার মনোজ তিওয়ারির বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ১ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব।
দ্বিতীয় দিনের নিলাম অনুষ্ঠানেও তরুন ক্রিকেটারেই নজর কলকাতা নাইট রাইডার্সের। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের ক্রিকেটার শিবম মাভিকে ৩ কোটি টাকায় দলে নিল কেকেআরে। ১কোটি টাকায় পেসার বিনয় কুমারও কেকেআরে। দলে ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া অপূর্ব ওয়াংখেড়ে ও রিঙ্কু সিংহ। নেওয়া হল দঃ আফ্রিকা অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্টকে।
নিলাম অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও দল পেলেননা অনেক তারকা। দল পেলেন না ডেল স্টেইন, ইয়ান মরগ্যান, কুশল পেরেরা, শন মার্শরা। দল পেলেন না বাংলার পেসার সায়ন ঘোষও।